বার্সেলোনার ড্র ছাপিয়ে আরেকটি বর্ণবাদ-বিতর্ক

লামিনে ইয়ামালের বার্সেলোনা জিততে পারেনিএএফপি

প্রতিপক্ষ হেতাফে, পয়েন্ট তালিকায় অবস্থান অবনমনের ঘরে। এমন দলের বিপক্ষে গতকাল রাতে লা লিগায় পয়েন্ট খুইয়েছে বার্সেলোনা। হেতাফের স্তাদিও কলোসিয়ামে অতিথি বার্সা নবম মিনিটে জুলস কুন্দের গোলে এগিয়ে গেলেও সেটি ধরে রাখতে পারেনি। ৩৪ মিনিটে মাওরো আরামবারি সেটা শোধ করে দেওয়ার পর আর কোনো গোল করতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল।

হেতাফের বিপক্ষে ১–১ সমতায় শেষ হওয়া ম্যাচটি দিয়ে লিগে টানা চার খেলায় পয়েন্ট খোয়াল বার্সেলোনা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এখন পর্যন্ত লিগে দুটি হার ও দুটি ড্রয়ে পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে গেছে ফ্লিকের দল। তবে হেতাফের মাঠে বার্সেলোনার হতাশার রাতটিতে যোগ হয়েছে বর্ণবাদ বিতর্কও। গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের জেরে দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ খেলা বন্ধ রাখেন রেফারি। ম্যাচ শেষে বার্সা ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে জানান, হেতাফের গ্যালারি থেকে তাঁকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে।

মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বালদে বলেন, ‘এখানকার দর্শকের কাছ থেকে আমাকে কয়েকবার বর্ণবাদী আক্রমণ করা হয়েছে। এটা খুব দুঃখজনক যে এমন কিছু ঘটেছে। আমি প্রথমার্ধেই রেফারিকে বিষয়টি বলেছি। তিনি দ্বিতীয়ার্ধে লিগ প্রটোকল কার্যকর করেছেন। তবে এটা ঠিক কীভাবে কাজ করে আমি জানি না।’

নবম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন জুলস কুন্দে।
এএফপি

লা লিগার প্রটোকল অনুযায়ী, একজন রেফারি বর্ণবাদী আক্রমণ থামাতে ম্যাচ বন্ধ করতে পারেন। গত রাতে বালদের অভিযোগের পর রেফারি পাবলো গঞ্জালেজ ফুয়েরতেস দ্বিতীয়ার্ধে খেলা থামান এবং স্টেডিয়ামের সাউন্ড বক্সে কারণ জানিয়ে বলা হয়, বর্ণবাদী আচরণ চলতে থাকলে ফুটবলাররা মাঠ ছেড়ে যাবেন।

বালদের ওপর বর্ণবাদী আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বার্সেলোনা কোচ ফ্লিক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলেন তিনি স্প্যানিশ ডিফেন্ডারকে নিয়ে বলেন, ‘ফুটবলে বা দৈনন্দিন জীবনে বর্ণবাদের কোনো স্থান থাকতে পারে না। ওই মানুষগুলোর বাড়িতে থাকা উচিত, ফুটবল মাঠে নয়। আমাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।’

বর্ণবাদের শিকার হওয়ার অভিযাগ তোলেন আলেহান্দ্রো বালদে (ডানে)।
এএফপি

গত রাতে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের আরও একটি ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিভাগের দল এলচে জানায়, স্পোর্তিং গিজনের মাঠে তাদের একজন খেলোয়াড় বর্ণবাদী আক্রমণের স্বীকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ এক ব্যক্তিকে চিহ্নিতও করেছে।

লা লিগায় গত কয়েক বছরে বর্ণবাদের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। যার মধ্যে রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ক্রমাগতভাবে আক্রমণের শিকার হয়েছেন। গত বছরের জুনে ভিনিকে বর্ণবাদী আক্রমণের দায়ে ভ্যালেন্সিয়ার তিন দর্শককে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়, যা ফুটবল মাঠে বর্ণবাদের ঘটনায় স্পেনে প্রথম।

আরও পড়ুন

এদিকে বালদের বর্ণবাদের শিকার হওয়ার রাতে ম্যাচ ড্র করে বার্সেলোনা এখন লিগ শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ এখন ৫ পয়েন্ট এগিয়ে, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে।

ইয়ামালের এই ফ্রি কিক সফলতার মুখ দেখেনি।
এএফপি

অবশ্য আতলেতিকো মাদ্রিও গতকাল রাতে পয়েন্ট খুইয়েছে। টানা ১৫ জয়ের পর লেগানেসের কাছে ১–০ ব্যবধানে হেরেছে দিয়েগো সিমিওনের দল। আতলেতিকোর পয়েন্ট ২০ ম্যাচে ৪৪। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্টে থাকা রিয়াল আজ নামবে লা পালমাসের বিপক্ষে। বার্সেলোনা ৩৯ পয়েন্ট তুলেছে ২০ ম্যাচে।

আরও পড়ুন