পাকেতাকে নিয়ে ‘সন্দেহজনক’ বাজি, বিপদে ব্রাজিল মিডফিল্ডার
দ্বীপটিতে গাড়ি নিষিদ্ধ। সৈকতের কোলঘেঁষা সারি সারি গাছ। বছরজুড়ে তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকে। শুনেই মনে হতে পারে, এ বুঝি স্বর্গোদ্যান! আসলে নাম তার পাকেতা আইল্যান্ড। রিও ডি জেনিরোর গুয়ানাবারা উপসাগরের একটি দ্বীপ। নীরব ও ছবির মতো সুন্দর এই দ্বীপটাই কয়েক মাস ধরে বুদ্বুদ করে ওঠা একটি ‘ঝড়ে’র কেন্দ্রবিন্দু।
ঝড়টা লুকাস পাকেতাকে ঘিরে। ওয়েস্ট হামের ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বিরুদ্ধে সম্প্রতি একটি অভিযোগ উঠেছে। বাজিসংক্রান্ত বিধিমালা ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। কেভিন ডি ব্রুইনা দীর্ঘমেয়াদি চোটে পড়ার পর তাঁর শূন্যতা পূরণে পাকেতাকে ৮ কোটি ৫০ লাখ পাউন্ডে কিনতে চেয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু এফএ তদন্ত শুরু করার পর ভেস্তে গেছে এই দলবদল।
সে যা–ই হোক, ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, ০.৫ বর্গমাইল আয়তনের পাকেতা দ্বীপের সবচেয়ে বিখ্যাত অধিবাসী লুকাস পাকেতাকে নিয়ে গত মার্চে প্রিমিয়ার লিগের একটি ম্যাচে প্রচুর বাজি ধরা হয়, যে কারণে সন্দেহ হয় এফএর। পাঁচ মাস ধরে বিষয়টি দানাবেঁধে ওঠার পর এফএ তদন্ত শুরু করে এবং তারপরই পাকেতার সিটিতে যোগদান ভেস্তে যায়।
১৯৯৭ সালে জন্ম নেওয়া পাকেতার বেড়ে ওঠা এই দ্বীপে। তাঁর আসল নাম লুকাস তোলেন্তিনো কোয়েলিও দে লিমা। ব্রাজিলে একটি প্রথা আছে, যে অঞ্চলে জন্ম এবং বেড়ে ওঠা, সেই অঞ্চলের নামটা নিজের নামের শেষে জুড়ে দেন অনেকেই। পাকেতাও তা–ই করেছেন। মেইল অনলাইন জানিয়েছে, এফএর তদন্তের সঙ্গে পাকেতা দ্বীপে বছরের সবচেয়ে বড় ইভেন্ট ‘ফেস্তা দে সাও রক’–এর যোগসূত্র আছে। এটি একটি ধর্মীয় উৎসব যেখানে সংগীত ও আতশবাজি ছাড়াও পাকেতা দ্বীপের রাস্তায় শোভাযাত্রাও হয়। প্রায় ৩ হাজার অধিবাসীর এই দ্বীপে সবাই যে উৎসবের মেজাজে থাকেন, তা নয়। কেউ কেউ তাঁদের দ্বীপের সেরা সন্তান লুকাস পাকেতাকে নিয়ে বাজিও ধরেছেন। আর সেটাই এফএর সন্দেহের উদ্রেক ঘটায়।
গত ১২ মার্চ অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচ ছিল ওয়েস্ট হামের। এই ম্যাচ ঘিরে পাকেতা দ্বীপ থেকে লুকাস পাকেতাকে নিয়ে প্রচুর বাজি ধরা হয়, তাতেই নড়েচড়ে বসেন ব্রাজিলের বুকমেকাররা। এসব বাজির বেশির ভাগই ধরা হয়েছে নতুন ব্যাংক অ্যাকাউন্ট থেকে।
ওয়েস্ট হামের জার্সি স্পনসর প্রতিষ্ঠান বেটওয়ে প্রথম বুকমেকার প্রতিষ্ঠান হিসেবে বিষয়টি আন্তর্জাতিক বেটিং ইন্টিগ্রিটি অ্যাসোসিয়েশনকে (আইবিআইএ) জানায়। এরপর আইবিআইএ বিষয়টি ফিফা ও এফএকে জানায়। পাকেতা হলুদ কার্ড দেখবেন এ নিয়ে বাজি ধরা হয়েছিল।
মেইল অনলাইন জানিয়েছে, স্থানীয় বাজিকররা ছাড়াও একজন ইউরোপিয়ান বাজিকর পাকেতা অ্যাস্টন ভিলার বিপক্ষে কার্ড দেখবেন—এর পক্ষে বাজি ধরেন। ১-১ গোলে ড্র সে ম্যাচের প্রায় ২০ মিনিট বাকি থাকতে হলুদ কার্ড দেখেছিলেন পাকেতা। ২৫ বছর বয়সী এ মিডফিল্ডারকে এখন এফএর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। তবে পাকেতার দাবি, তিনি আইন ভাঙার মতো কিছু করেননি।
২৫ বছর বয়সী এ মিডফিল্ডার এমনিতে খুব আক্রমণাত্মক নন। কিন্তু গত মৌসুমের শেষ দিকে আরও দুটি হলুদ কার্ড দেখেছেন। কয়েক মাস ধরে এফএর নৈতিকতা বিভাগ এ নিয়ে তদন্ত চালালেও ওয়েস্ট হাম ও পাকেতাকে তা জানানো হয় গত বুধবার। এই তদন্ত শেষ হতে কয়েক মাস লাগবে বলে মনে করে মেইল অনলাইন।