ছবিতে ছবিতে ড্যাফোডিলের শিরোপা–উৎসব

দর্শক ছিলেন কয়েক হাজার। বেশির ভাগই ছাত্রছাত্রী। উল্লাসের মিছিলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্ধ্যা রাঙানো মাঠও হয়ে উঠেছিল আলোকিত। সেই একই সন্ধ্যায় আবার অন্য প্রান্তে বিষাদ ভর করেছিল। কিছুক্ষণ আগেই সেই মাঠে অনুষ্ঠিত হয়েছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনাল। ফুটবলময় বিকেলে ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (এআইইউবি) ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এআইইউবির বিষাদসন্ধ্যা তাই ঢাকা পড়েছিল ‘স্বাগতিক’দের আনন্দের অন্য রকম মাত্রায়। ছবির গল্পে আসুন দেখে নিই ফাইনালের খণ্ডচিত্র—
১ / ১১
ফাইনাল দেখতে দর্শকদের একাংশ। ম্যাচে সারাক্ষণই এমন হইহুল্লোড় করতে দেখা গেছে দর্শকদের
তানভীর আহাম্মেদ
২ / ১১
গোলের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়দের শূন্যে উড়ে দুর্দান্ত উদ্‌যাপন
তানভীর আহাম্মেদ
৩ / ১১
ড্যাফোডিলের সমর্থকদের উদ্‌যাপন ছিল এমন বাঁধনহারা। গোলের পর মাঠে ঢুকে খেলোয়াড়দের অভিনন্দন জানাতেও তাঁরা কার্পণ্য করেননি
তানভীর আহাম্মেদ
৪ / ১১
এআইইউবির তিন খেলোয়াড়ের ড্যাফোডিলের খেলোয়াড়কে আটকানোর চেষ্টা। পুরো ম্যাচে ড্যাফোডিলকে এভাবে আটকানোর চেষ্টা করেও তাঁদের থামাতে পারেনি এআইইউবি
তানভীর আহাম্মেদ
৫ / ১১
ফাইনাল জয়ের পর খেলোয়াড়দের কাঁধে নিয়ে উল্লাস করেছেন ড্যাফোডিলের সমর্থকেরা। মাঠেও বাংলাদেশের বেশ কিছু জাতীয় পতাকাও দেখা গেছে
তানভীর আহাম্মেদ
৬ / ১১
ফাইনাল শেষে মাঠে ঢুকে দর্শকদের উদ্‌যাপন। শেষ বাঁশি বাজার পর মাঠে পিল পিল করে ঢুকেছেন দুই দলের সমর্থকেরা
তানভীর আহাম্মেদ
৭ / ১১
পুরস্কার বিতরণী মঞ্চে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোহাম্মদ সবুর খানের হাত উঁচিয়ে ধরলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। পাশে মাইক্রোফোন হাতে প্রথম আলোর ক্রীড়া বিভাগের প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র
তানভীর আহাম্মেদ
৮ / ১১
রানার্সআপ শিরোপা হাতে এআইইউবির খেলোয়াড়েরা। বিষণ্ন মুখগুলোয় ফাইনালে হারের কষ্ট অনূদিত
তানভীর আহাম্মেদ
৯ / ১১
শিরোপা নিয়ে ড্যাফোডিলের খেলোয়াড়দের উদ্‌যাপন। প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দটা অন্য রকমই হলো
তানভীর আহাম্মেদ
১০ / ১১
ফাইনালে ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন ড্যাফোডিলের ‘নাম্বার টেন’ সোহানুর রহমান
তানভীর আহাম্মেদ
১১ / ১১
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার ট্রফি হাতে ড্যাফোডিলের স্ট্রাইকার মাহবুবুর রহমান জুয়েল
তানভীর আহাম্মেদ