‘স্বার্থপর’ সালাহর সঙ্গে ‘বিরোধ’ মিটে গেছে ক্লপের

লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহরয়টার্স

প্রিমিয়ার লিগে শেষ ৮ ম্যাচে ২ গোল, নেই কোনো সহায়তা—এ পরিসংখ্যানই বলে দিচ্ছে, মোহাম্মদ সালাহর সময় কতটা খারাপ যাচ্ছে। সালাহর পারফরম্যান্সই যেন লিভারপুলের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রতিচ্ছবি। এর মধ্যে মূল একাদশে জায়গা হারানোর পাশাপাশি কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েও আলোচনায় এসেছেন এ মিসরীয় তারকা। গত সপ্তাহে ওয়েস্ট হামের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার আগমুহূর্তে সাইডলাইনে ক্লপের সঙ্গে সালাহর বচসার ভিডিও ও ছবি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দারউইন নুনিয়েজ বাধা হয়ে না দাঁড়ালে সেদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারত। পরে মাঠ ছেড়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমকে সালাহ বলেন, ‘আজ আমি কথা বললে আগুন লেগে যাবে।’ সংবাদ সম্মেলনে ক্লপ অবশ্য দাবি করেন, নিজেদের মধ্যকার সমস্যা তাঁরা মিটিয়ে ফেলেছেন। এরপরও অবশ্য সালাহর সমালোচনা থামছে না।

আরও পড়ুন

সেই ঘটনায় অনেকেই সালাহর দিকে অভিযোগের তির দেগেছেন। সাবেক লিভারপুল মিডফিল্ডার গ্রায়েম সোনেস তো বলেই দিয়েছেন, সালাহর মতো স্বার্থপর খেলোয়াড় তিনি আর দেখেননি। এমনকি চাপের মুখে সালাহকে খুঁজে পাওয়া যায় না বলেও মন্তব্য করেছেন ‘অল রেড’দের হয়ে ৫টি লিগ ও ৩টি ইউরোপিয়ান কাপ জেতা সোনেস।

সালাহর আত্মাভিমান বেশি উল্লেখ করে সোনেস বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, সালাহর আত্ম-অহংকার অনেক বেশি। গত সপ্তাহে ওয়েস্ট হামের বিপক্ষে শুরুর একাদশে থাকতে না পেরে সে রাগান্বিত হয়েছিল। আমার মনে হয়, ক্লপের সঙ্গে তার যে ঝামেলা হয়েছিল, সেটি ম্যাচ শেষ হওয়ার মাত্র ১০ মিনিট আগে তাকে নামানো নিয়ে হয়েছে। সেই লড়াইয়ে ক্লপের চেয়ে সালাহর ভূমিকাই বেশি ছিল।’

কিছু একটা নিয়ে তর্ক হয় সালাহ–ক্লপের মধ্যে
রয়টার্স

এটুকুতেই অবশ্য থামেননি সোনেস। সালাহকে স্বার্থপর উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সালাহ আমার দেখা সবচেয়ে স্বার্থপর খেলোয়াড়। এমনকি সেই ম্যাচের আগেও যখন ক্লপ তাকে তুলে নিয়েছে, সে খুশি হতে পারেনি। এটা এমন কিছু, যা আপনি খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা করেন, যদি আপনি তাকে দুই গোলের সময় তুলে নেন, তবে সে তৃতীয় গোলটি করার জন্য থাকতে চাইবে। সাদিও মানে যখন সেখানে ছিল, তাদের মধ্যে সব সময় ঝগড়া হতো।’

এরপর চাপের মুখে সালাহ ভেঙে পড়েন বলেও মন্তব্য করেন সোনেস। এ সময় উদাহরণ হিসেবে গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে নিয়ে সালাহর সতর্ক থাকার উদাহরণ টেনে সোনেস বলেন, ‘গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে লিসান্দ্রো মার্তিনেজ শুরুতে তার ওপর চড়াও হলো। এর পর থেকে ম্যাচের বাকি সময় সে ভয়ে ভয়ে ছিল। খেলার এ দিকটা সে পছন্দ করে না। সে কখনোই নিজেকে আঘাত পেতে দেবে না।’

আরও পড়ুন

সমালোচনার পাশাপাশি সালাহর কিছু প্রশংসাও অবশ্য করেছেন সোনেস। লিভারপুলে সালাহ বিশ্বমানের হয়ে ওঠার পাশাপাশি গোল করে অনেক ম্যাচের দৃশ্যপট বদলে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন সাবেক এ স্কটিশ ফুটবলার। এমনকি সালাহ লিভারপুল ছেড়ে সৌদি প্রো লিগে গেলে সেখানেও সফল হবেন বলে মন্তব্য করেছেন সোনেস।

আরও পড়ুন

এদিকে সালাহর সঙ্গে বিরোধ নিয়ে আবার কথা বলেছেন ক্লপ। রোববার টটেনহামের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ বলেছেন, ‘এটা পুরোপুরিই মিটে গেছে। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। যদি আমরা অনেক দিন ধরে একে অপরকে না জানতাম, তবে আমি জানি না, কীভাবে আমরা বিষয়টি সামলাতাম। তবে আমরা একে অপরকে শ্রদ্ধা করি এবং আমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই।’