মার্তিনেজের বীরত্বে আটকা ইউনাইটেড, জিততে ব্যর্থ চেলসিও

এমিলিয়ানো মার্তিনেজের দুই হাত আজ অ্যাস্টন ভিলার জন্য আবারও আস্থার হাত হয়ে উঠেছিলরয়টার্স
অ্যাস্টন ভিলা ০–০ ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি ১–১ নটিংহাম ফরেস্ট

অ্যাস্টন ভিলা দারুণ কিছু করে ফেলবে আর তাতে এমিলিয়ানো মার্তিনেজ বড় অবদান রাখবেন—ব্যাপারটা ইদানীং যেন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে।

এই তো দুদিন আগেই চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভিলার স্মরণীয় জয়ে হ্যারি কেইন–লেরয় সানেদের একের পর এক আক্রমণ রুখে দিয়ে নায়ক হয়েছিলেন মার্তিনেজ। আগস্টের পর সব প্রতিযোগিতা মিলিয়ে ভিলা যে কোনো ম্যাচ হারেনি, তাতেও বড় অবদান মার্তিনেজের। বার্মিংহামের ক্লাবটি এবার ম্যানচেস্টার ইউইনাইটেডকেও রুখে দিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপারের বীরত্বে।

নিজেদের মাঠ ভিলা পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিলা। একই সময়ে হওয়া প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ১০ জনের নটিহাম ফরেস্টের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে চেলসি।  

অধিনায়ক হিসেবে আজকের ম্যাচ খেলতে নামা মার্তিনেজ ইউনাইটেডের পাঁচটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দিয়েছেন। এর মধ্যে ম্যাচের ৫ মিনিটেই লাফিয়ে উঠে মার্কাস রাশফোর্ড বুলেট গতির শট ঠেকিয়ে দিয়েছেন।

হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ
রয়টার্স

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচ অপরাজিত থাকল ভিলা। আর ইউনাইটেড টানা ৫ ম্যাচ জিততে ব্যর্থ হলো। এরিক টেন হাগের দল সর্বশেষ কোনো ম্যাচ জিতেছিল ইংল্যান্ডের ক্লাব ফুটবলের তৃতীয় স্তরের দল বার্নসলির বিপক্ষে।

এদিকে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি বল দখলে আধিপত্য দেখালেও নটিংহাম ফরেস্ট চোখে চোখ রেখে লড়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে ক্রিস উডের গোলে এগিয়েও গিয়েছিল নটিংহাম। ৫৭ মিনিটে নোনি মাদুয়েকের গোলে সমতা আনে চেলসি।

৭৮ মিনিটে নিকোলাস জ্যাকসনকে ফাউল করে ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নটিংহামের জেমস ওয়ার্ড–প্রোস। দুই হলুদ মিলিয়ে লাল কার্ড হওয়ায় ওয়ার্ড–প্রোসকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়।

ম্যাচের এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন চেলসি ও নটিংহামের খেলোয়াড়েরা
রয়টার্স

নটিংহাম ১০ জনের দলে পরিণত হওয়ায় জয়সূচক গোল পাওয়ার সুবর্ণ সুযোগ ছিল চেলসির সামনে। কিন্তু এক পর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। চেলসির কোল পালমার ছাড়া মাঠে থাকা বাকি সবাই এতে যুক্ত ছিলেন। মাঠে ঢুকে পড়েন কোচিং স্টাফের সদস্য ও বেঞ্চে থাকা খেলোয়াড়েরাও। ম্যাচে দুই দল মিলিয়ে তাই ৮টি হলুদ কার্ড দেখাতে বাধ্য হন রেফারি।হাতাহাতির জেরে যোগ করা সময় দেওয়া হয় ১৩ মিনিট। তবু জয়সূচক গোল পাওয়া হয়নি চেলসির।

আরও পড়ুন

এ ড্রয়ে পয়েন্ট তালিকার চারেই রয়ে গেছে চেলসি। নটিংহাম উঠে এসেছে নয়ে। ভিলা–ইউনাইটেডের ড্রয়ে তাদেরও অবস্থানের নড়চড় হয়নি। ভিলা পাঁচে আর ইউনাইটেড আটকে আছে ১৪ নম্বরে।