ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল
শেষ দল হিসেবে সেমিফাইনালে গতবারের রানার্সআপ ফারইস্ট
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩–০ খুলনা বিশ্ববিদ্যালয়
সকালে সব হিসাব পাল্টে চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয় বিদায় নিয়েছে। তবে বিকেলে তেমন কিছু ঘটেনি। হেসেখেলেই সেমিফাইনালে উঠেছে গতবারের রানার্সআপ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ইস্পাহানি-প্রথম আলো দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের কোয়ার্টার ফাইনালের শেষ দিনটা দুরকম ছবিই উপহার দিয়েছে। চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখার ছিল ঢাকার বাইরের আরেক দল খুলনা বিশ্ববিদ্যালয় চমক দিতে পারে কি না। কিন্তু তারা পেরে ওঠেনি ফারইস্টের সঙ্গে। হেরেছে ৩-০ গোলে।
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ফারইস্ট সেরা দল নিয়ে নামতে পারেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজ নিজ ক্লাবের খেলা থাকায় কয়েকজন ছিলেন না। তিনজন ছিলেন, তবে তাঁরা প্রথমার্ধ খেলেই চলে যান ক্লাবের সঙ্গে যোগ দিতে। ততক্ষণে অবশ্য দুই গোলে এগিয়ে ফারইস্ট।
ম্যাচ শুরুর ৪৫ সেকেন্ডেই এগিয়ে যায় ফারইস্ট। আল আমিনের করা গোলটি চলতি টুর্নামেন্টের দ্রুততম গোলও। এরপর ১৯ মিনিটে জয়ন্ত কুমার ও ৫৬ মিনিটে মঈন আহমেদ এনে দিয়েছেন দ্বিতীয় ও তৃতীয় গোল।
সেমিফাইনালে কে–কার মুখোমুখি
তবে তাঁরা কেউ নন, ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ফারইস্টের মশিউর রহমান। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বদলি হিসেবে নেমেছেন মশিউর। পুরো দলকে মাঝমাঠে সংগঠিত করেছেন, জয়ে রেখেছেন ভূমিকা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক ও ইস্পাহানি গ্রুপের পাহাড়তলী টেক্সটাইল লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান খান।
ফারইস্ট এবারের টুর্নামেন্টে টানা চারটি ম্যাচ জিতল। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে হারায় ৯-০ গোলে, দ্বিতীয় ম্যাচে স্টেট ইউনিভার্সিটির বিপক্ষে জয় পায় ৬-০ গোলে। গ্রুপের ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয় ১-০ গোলে।
অন্যদিকে ‘ডি’ গ্রুপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-১ গোলে হারায় খুলনা বিশ্ববিদ্যালয়। গ্রুপের ফাইনালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১-১ সমতার পর খুলনার জয় টাইব্রেকারে। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে থামতে হলো দলটিকে। তাতে অবশ্য কোনো আফসোস থাকার কথা নয় খুলনা বিশ্ববিদ্যালয়ের। শক্তিতে এগিয়ে থাকা দলের কাছেই হেরেছে তারা।
টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্টই চূড়ান্ত হয়েছে। আগামী রোববার প্রথম সেমিফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইউবি) প্রতিপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুখোমুখি হবে ফারইস্ট। ফাইনাল আগামী সোমবার।