২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রোনালদোর জন্য ২,৩৪৬ কোটি টাকার প্রস্তাব সৌদি আরব থেকে

২৩৪৬ কোটি টাকা পেলে সৌদি আরবে খেলবেন রোনালদো?ছবি: রয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদো কী ভাবছেন কে জানে! তিনি এ ব্যাপারে আদৌ কিছু জানেন কি না, সে ব্যাপারেও কিছু জানা যায়নি। ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না বলে পর্তুগিজ তারকা এই মুহূর্তে একটা ‘চ্যাম্পিয়নস লিগ খেলা দল’ খুঁজছেন। কিন্তু ৩৭ বছর বয়সী তারকার ব্যাপারে যখন বায়ার্ন মিউনিখ, পিএসজির মতো দলগুলো অনাগ্রহী, ঠিক তখনই চমকে যাওয়ার মতোই একটা প্রস্তাব পেয়েছেন তিনি। বছরে ২৫ কোটি ইউরোর সেই প্রস্তাব। বাংলাদেশি মুদ্রায় বর্তমানে যেটি ২,৩৪৬ কোটি টাকা!

আরও পড়ুন

নাহ্! ইউরোপের কোনো দল তাঁকে এমন প্রস্তাব দেয়নি। রোনালদো হাজার কোটি টাকার এই ‘জিবে পানি আনা’ প্রস্তাব পেয়েছেন সৌদি আরবের নাম প্রকাশ না করা একটা ক্লাবের কাছ থেকে। পেট্রো ডলারসমৃদ্ধ ধনকুবের আরব শেখরা ইউরোপীয় ফুটবলে দেদার অর্থ খরচের জন্য সুবিখ্যাত। ম্যানচেস্টার সিটি, পিএসজির পথ ধরে নিউক্যাসল ইউনাইটেড এর সুফল পেতে শুরু করেছে। কিন্তু সৌদি আরবের নাম অপ্রকাশিত এই ক্লাব রোনালদোকে নিজেদের করে নিতে সবাইকে টেক্কা দিচ্ছে। টাকা যেন তাদের কাছে কোনো সমস্যাই নয়।

ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না রোনালদো
ছবি: রয়টার্স

খবরটা জানাচ্ছে সিএনএন পর্তুগাল। এই প্রস্তাবে ট্রান্সফার ফি ধরা হয়েছে ৩ কোটি ইউরো। যেটি জুভেন্টাস থেকে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার ফির চেয়ে বেশি। দুই বছরের চুক্তির এই প্রস্তাবে তাঁর বেতন হবে ২৫ কোটি ইউরো। আর দলবদলটা করে দেওয়ার জন্য রোনালদোর এজেন্টকে ২ কোটি ইউরো দেওয়া হবে।

আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো থাকতে চান না—এমন খবর চাউর বেশ কিছুদিন ধরেই। এর একমাত্র কারণ ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগে জায়গা করতে না পারা। রোনালদো যোগ দিতে পারেন এমন দলের তালিকায় বায়ার্ন মিউনিখ, পিএসজি, চেলসি, নাপোলি—এমন কয়েকটি ক্লাবের নাম এসেছে। তবে এরই মধ্যে বায়ার্ন আর পিএসজি রোনালদোর প্রতি নিজেদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে। চেলসির কোচ টমাস টুখেলও নাকি রোনালদোর ব্যাপারে আগ্রহী নয়। এ অবস্থায় রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডেই হয়তো খেলতে হবে। কোচ টেন হাগ তো জানিয়ে দিয়েছেন, ‘রোনালদো বিক্রির জন্য নয়।’

এখন রোনালদো সৌদি প্রস্তাব কী গ্রহণ করবেন? প্রস্তাবটা যে মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই!