মেসির কাছে স্কালোনি ‘স্পেশাল’, গার্দিওলা ‘বিশ্বসেরা’

মেসির চোখে স্কালোনি ‘স্পেশাল’, গার্দিওলা ‘বিশ্বসেরা’ছবি: রয়টার্স

বার্সেলোনায় ফেরার ইচ্ছে ছিল লিওনেল মেসির। কিন্তু সেটি হয়নি। তবে বার্সেলোনা তো তাঁর বেড়ে ওঠার জায়গাই। ক্যাম্প ন্যুর দীর্ঘ ক্যারিয়ারে অনেক মধুর স্মৃতিই আছে তাঁর। যে স্মৃতিগুলো সব সময়ই তাঁকে আনন্দ দেয়, উজ্জীবিত করে।

এ মুহূর্তে আর্জেন্টিনা দলের সঙ্গে চীনে আছেন মেসি। আগামীকাল বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবেন তাঁর বিশ্বকাপজয়ী দল নিয়ে। এর আগে চীনা সংবাদমাধ্যম টাইটানকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন আর্জেন্টাইন তারকা।

আরও পড়ুন
স্কালোনি–মেসির যুগলবন্দীতে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা
ফাইল ছবি: এএফপি

বার্সেলোনায় দীর্ঘ সময় খেলতে পারাটাকেও সৌভাগ্য মনে করেন মেসি, ‘আমি বার্সেলোনায় দীর্ঘ সময় খেলেছি, এ জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি। বার্সেলোনায় আমি দুর্দান্ত সব খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। এদের মধ্যে আছে রোনালদিনিও, ডেকো, স্যামুয়েল ইতো, লুইস সুয়ারেজ, জাভি, ইনিয়েস্তা, বুসকেটস। আমি তাদের সঙ্গে খেলেও নিজেকে সৌভাগ্যবান মনে করি। তাদের সঙ্গে খেলা খুব উপভোগ করেছি।’

সাক্ষাৎকারে দুর্দান্ত সব খেলোয়াড়ের নাম মেসি নিয়েছেন। তবে বন্ধু নেইমারের কথা বলতে ভুলে গিয়েছিলেন। সেটি তিনি পরে স্বীকারও করেন, ‘ওহ! আমি নেইমারের কথা বলতে ভুলে গেছি। দারুণ সব খেলোয়াড়ের সঙ্গে খেলেছি তো! এদের ছাড়াও আরও অনেকে আছে, যাদের নাম বলতে ভুলে গেছি। যেমন ইব্রাহিমোভিচ, ডেভিড ভিয়া—এদের সবার সঙ্গে খেলে আনন্দ পেয়েছি। এই খেলোয়াড়দের সঙ্গে খেলাও সহজ।’

আরও পড়ুন
গার্দিওলা সব সময়ই মেসির চোখে বিশ্বসেরা
ছবি: এএফপি

গত ডিসেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন মেসি। দেশে ফিরে আর্জেন্টিনার মানুষের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্‌যাপন করেছেন। বিশ্বকাপ জয়ে কোচ লিওনেল স্কালোনির বিশেষ অবদান দেখেন মেসি, ‘স্কালোনি আমাদের দলের সব খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলেন। সেটা তাঁর দর্শনের কারণেই। তিনি যেভাবে কাজ করেন, যেভাবে খেলোয়াড়দের সঙ্গে মেশেন, তাঁর কথা বলার ধরন—সবই দুর্দান্ত। অবশ্য সব দলের কোচরাই তাদের খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ। একেকজন একেক রকম। তবে আর্জেন্টিনা দলের যে অর্জন, সেটির জন্য অবশ্যই স্কালোনি বিশেষ কেউ (স্পেশাল)।’

আরও পড়ুন
চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের অনুশীলনে মেসি
ছবি: রয়টার্স

কোচের প্রসঙ্গে পেপ গার্দিওলার কথাও এসেছে সাক্ষাৎকারে। মাত্র কয়েক দিন আগেই গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়েছেন। তাঁর হাত ধরেই সদ্য সমাপ্ত মৌসুমে ‘ট্রেবল’ জিতেছে সিটি। মেসির ক্যারিয়ারেও গার্দিওলার ভূমিকা যথেষ্ট। গার্দিওলা এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বার্সেলোনার কোচ হিসেবেও। মেসি–জাভি–ইনিয়েস্তাদের নিয়ে তখন বার্সাকে বিশ্বসেরা বানিয়েছিলেন গার্দিওলা। সিটিতে স্প্যানিশ এই কোচের সাফল্যে দারুণ খুশি মেসি, ‘আমার সব সময়ই গার্দিওলার সঙ্গে যোগাযোগ আছে। তাঁর সঙ্গে আমার অনেক কথা হয়। তাঁর চ্যাম্পিয়নস লিগ জয়ের সাফল্যে আমি দারুণ খুশি। গার্দিওলা বিশ্বের অন্যতম সেরা কোচ। তবে আমি মনে করি, তিনি বিশ্বসেরা আগে থেকেই, আর এটি প্রমাণের জন্য তাঁর চ্যাম্পিয়নস লিগ জেতার দরকার নেই। তবে যেহেতু তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ, তাই চ্যাম্পিয়নস লিগের সাফল্যটা তাঁর প্রাপ্য সব সময়ই।’

ফুটবল ছাড়ার পর কোচিংয়ে আসবেন না মেসি। আগেও এমনটি বলেছেন। তবে এটাও জানিয়েছেন, ভবিষ্যতে অনেক কিছুই ঘটতে পারে, ‘আমি কোচ হতে চাই না। আমি সব সময়ই এটা বলেছি। তবে জীবনে অনেক কিছুই ঘটতে পারে। আমি জানি না ভবিষ্যতে কী হবে। তবে আমি এখন পর্যন্ত কোচিংয়ে আসব না বলেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি।’