ফিফার বর্ষসেরা পুরস্কারের রাতটি কি হবে আর্জেন্টিনার
ফিফা ‘বেস্ট’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত তিনজনের নাম আগেই প্রকাশিত হয়েছে—লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। প্যারিসে আজ রাতে দেওয়া হবে ফিফার বর্ষসেরা ফুটবলারের এ পুরস্কার। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এবার ফিফা ‘বেস্ট’ পুরস্কারে বিজয়ীর নাম ফাঁস হয়ে গেছে!
ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো কাল বাংলাদেশ সময় ভোরে টুইট করেন মেসিকে নিয়ে। মার্শেইয়ের বিপক্ষে পিএসজির ৩-০ গোলে জয়ের পরই টুইটটি করেন রোমানো। এ ম্যাচে মেসি কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে গোল করানোর পাশাপাশি নিজেও একটি গোল করেন। আর এই গোলটি দিয়েই ক্লাব ক্যারিয়ারে ৭০০তম গোলের দেখা পান আর্জেন্টাইন তারকা। রোমানো এ নিয়েই করা টুইটে লিখেছেন, ‘লিওনেল মেসি তাঁর অবিশ্বাস্য ক্যারিয়ারে ৭০০তম গোল পেলেন...এবং লিও সোমবার প্যারিসে ফিফা “বেস্ট” পুরস্কার জিতবেন।”’
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র সংবাদকর্মী ফ্রান্সেস্ক অ্যাগুলারের টু্ইটটি একটু আক্রমণাত্মক, ‘সোমবার লিওনেল মেসিই বেস্ট। ফ্রান্স ফুটবল ও লে’কিপকে ফিফা মনে করিয়ে দেবে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় তারা মেসিকে মনোনয়ন দেয়নি।’ কিছু সংবাদমাধ্যম এ দুজনের টুইট ধরেই মূলত জানিয়েছে, নাম ঘোষণার আগেই ফাঁস হয়েছে ফিফার ‘বেস্ট’ বিজয়ী।
গত বছর অক্টোবরে ২০২২ ব্যালন ডি’অর জেতেন করিম বেনজেমা। এ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা থেকে মেসিকে বাদ দিয়েছিল ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। সাময়িকীটি পুরস্কারটি দিয়ে থাকে। লিওনেল মেসিকে বাদ দেওয়ার কারণ হিসেবে নতুন নিয়মের কথা বলেছিলেন ‘ফ্রান্স ফুটবল’-এর ডেপুটি চিফ এডিটর এমানুয়েল বোয়ান, ‘মনোনয়নের আলোচনায় মেসির নাম উঠে এসেছিল। কিন্তু ব্যালন ডি’অরের নতুন নিয়মে বাদ পড়েছে। আগের মতো বর্ষপঞ্জি বিবেচনা না করে মৌসুমের পারফরম্যান্স দেখা হবে। আর তাতে গত (২০২১ সালের) ১১ জুলাই তার কোপা আমেরিকা জয় বিবেচনায় আসেনি।’
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতিয়ে মৌসুমজুড়ে দুর্দান্ত খেলায় পুরস্কারটি জিতেছিলেন বেনজেমা। কিন্তু ফিফা ‘বেস্ট’ পুরস্কারে বিবেচনা করা হবে গত বছরের পারফরম্যান্স। একদম নিখুঁত করে বললে ফিফার জানানো তথ্য অনুযায়ী, ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ বিশ্বকাপ ফাইনালের দিন (১৮ ডিসেম্বর) পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনা করা হবে।
মেসি গত বছর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতায় ফিফার বর্ষসেরা কে হবেন, তা নিয়ে তর্কবিতর্কের সুযোগ থাকে খুব সামান্যই। সেটাও বড়জোর কেউ কেউ বলতে পারেন আনুষ্ঠানিকতা! এবার তাই ‘বেস্ট’ পুরস্কার বিজয়ীর নাম ‘ফাঁস হয়েছে’ বললে একটু বাড়াবাড়িই মনে হয়। মেসিই যে নিরঙ্কুশ ফেবারিট।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ তাই আগেভাগেই ঘোষণা করে দিয়েছে, ‘করিম বেনজেমাকে পেছনে ফেলে বেস্ট জিতবেন লিওনেল মেসি। বিশ্বকাপেও (বেনজেমা) তিনি খেলেননি এবং বিজয়ী বেছে নিতে মৌসুম থেকে বর্ষসেরার নিয়ম করায় পিছিয়ে পড়েছেন। কিলিয়ান এমবাপ্পে তৃতীয়।’ কাতারে গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে এমবাপ্পে হ্যাটট্রিক করলেও টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আর বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মেসি। নিজে ৭ গোল করার পাশাপাশি আরও ৩টি গোল করিয়েছেন।
মার্কা জানিয়েছে, রিয়াল মাদ্রিদ থেকে প্যারিসে ফিফার ‘বেস্ট’ অনুষ্ঠানে থাকবেন ক্লাব কিংবদন্তি ও পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো। বার্সেলোনা থেকে থাকবেন সভাপতি হোয়ান লাপোর্তা ও বার্সার নারী দলের তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। গত বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিওঁর কাছে বার্সা হারলেও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পুতেয়াস। তাঁর হাতেই এবারের ‘বেস্ট’ পুরস্কার উঠবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ করে শুরু হবে ফিফার এই গালা অনুষ্ঠান। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পেলেকে স্মরণ করবেন ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদো। মার্কা জানিয়েছে, এবারের ফিফা বর্ষসেরার এই পুরস্কার অনুষ্ঠানে আর্জেন্টিনার জয়জয়কার।
মেসির বর্ষসেরা হওয়ার ব্যাপারে সংবাদমাধ্যমটি যেমন নিশ্চিত, তেমনি বর্ষসেরা কোচের পুরস্কারও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল স্কালোনির হাতে দেখছে তারা। স্কালোনির প্রতিদ্বন্দ্বী কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা। বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জয়েও আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। বিশ্বকাপ ফাইনালে মার্তিনেজ টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভের আগে ম্যাচের শেষ মুহূর্তে পা দিয়ে অবিশ্বাস্য একটি সেভও করেছেন। গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত খেলা মার্তিনেজ গত কোপা আমেরিকায়ও আস্থার প্রতীক ছিলেন আর্জেন্টিনার গোলপোস্টে।