আর্সেনালের বিপক্ষে কি খেলতে পারবেন হলান্ড

ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ডছবি: এএফপি

আর্সেনালের বিপক্ষে বুধবার ম্যানচেস্টার সিটির আগুনে ম্যাচ। অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পরশু পয়েন্টের ব্যবধান ৩–এ নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। বুধবারের ম্যাচটি তাই এবারের লিগ শিরোপার দৌড়ে দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

কিন্তু এ ম্যাচের আগে একাদশ নিয়ে সমস্যায় পড়েছে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের বিপক্ষে দলের সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে গার্দিওলা খেলাতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হলান্ড ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে সংঘর্ষে চোট পান। আর্সেনাল ম্যাচের কথা ভেবেই গার্দিওলা দ্বিতীয়ার্ধে তাঁকে আর খেলাননি। কিন্তু হলান্ডের এই চোট যথেষ্ট গুরুত্বের সঙ্গেই দেখছেন গার্দিওলা। তিনি এখন পর্যন্ত নাকি পরিষ্কার কোনো ধারণাই পাননি হলান্ডের চোটের ব্যাপারে।

স্কাই স্পোর্টসে নরওয়েজিয়ান তারকার চোটের ব্যাপারে গার্দিওলা বলেছেন, ‘আমি ঠিক জানি না, ওর চোট কতটা গুরুতর। তবে সে যে চোট নিয়ে অস্বস্তির মধ্যে আছে, এটা বোঝা যাচ্ছে। সংঘর্ষটা বেশ জোরেই হয়েছে ভিলা গোলকিপারের সঙ্গে। আমরা ওর চোট কতটা গুরুতর, সেটা মূল্যায়ন করব। তবে হলান্ড না খেলতে পারলে আরেকজনকে খেলাব। আশা করি, এর মধ্যেই সে সুস্থ হয়ে যাবে।’

আরও পড়ুন
আরও পড়ুন

ভিলার বিপক্ষে সহজ জয়ই পেয়েছে ম্যানচেস্টার সিটি। স্কোরলাইন ৩–১। প্রথমার্ধের ৪৫ মিনিটের মধ্যেই সিটি এগিয়ে গিয়েছিল ৩–০ গোলে। দ্বিতীয়ার্ধে ভিলা গোল করে ব্যবধান কমিয়েছে শুধু। রদ্রি, ইকার গুন্দোয়ান আর রিয়াদ মাহরেজ গোল করেছেন সিটির এই জয়ে। ভিলার পক্ষে গোলটি ওলি ওয়াটকিনসের।