সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি করিম বেনজেমা। ক্লাবের এক সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। সেই সূত্র এএফপিকে বলেছে, ‘বেনজেমা আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন, যার মেয়াদ শুরু হবে আগামী মৌসুম থেকে।’
পরশু রিয়াল মাদ্রিদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ৩৫ বছর বয়সী বেনজেমা ১৪ মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন। আল ইত্তিহাদ বেনজেমাকে বড় অংকের প্রস্তাব দিয়েছে, সেই গুঞ্জন উঠেছিল তাঁর ক্লাব ঘোষণার আগেই। কিন্তু রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ‘কোনো সন্দেহ নেই’ বেনজেমা থাকছেন, এই মন্তব্য করার পরদিনই ফরাসি তারকার বিদায়ের খবর জানিয়ে দেয় মাদ্রিদের ক্লাবটি।
দলবদল বিষয়ক ইতালির নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানোও বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর টুইট, ‘করিম বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৫ সালের জুনে। চাইলে মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। গতকালই যা বলেছিলাম, চুক্তি আগেই সই হয়ে গেছে। দ্রুতই বিবৃতি দেবে ক্লাব।’ রোমানো আরও জানিয়েছেন, বাণিজ্যিক কিছু চুক্তিসহ বেনজেমার পারিশ্রমিক ২০ কোটি ইউরো হতে পারে। অর্থাৎ তিন মৌসুম থাকলে মোট ৬০ কোটি ইউরো আয় করবেন বেনজেমা।
সৌদি প্রো লিগের দল আল নাসরে গত জানুয়ারিতে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ, তবে বেনজেমাকে দলে টানার বিষয়ে ক্লাবটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সৌদি প্রো লিগে লিওনেল মেসির যোগ দেওয়া নিয়েও গুঞ্জন চলছে। সেখানকার ক্লাব আল হিলাল আর্জেন্টাইন তারকাকে বড় অংকের প্রস্তাব দিয়েছে। সংবাদমাধ্যম গোল ডট কম জানিয়েছে, মেসি আল হিলালকে এক বছর অপেক্ষা করতে বলেছেন।
মেসি পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলার পর আল হিলালের কর্মকর্তারা প্যারিসে গিয়েছিলেন। এএফপিকে সূত্র জানিয়েছে, আল হিলালের সিনিয়র কমকর্তারা মেসির বাবা ও এজেন্ট হোর্হের সঙ্গে দেখা করে চুক্তিটা যত দ্রুত সম্ভব সেরে নিতে চেয়েছেন। এর মধ্যে মেসির বাবা হোর্হের একটি মন্তব্যে ঘটনার মোড় ভিন্ন দিকে ঘুরে যেতে পারে। হোর্হে বলেছেন, তাঁর ছেলে বার্সেলোনায় ফিরতে চান। আর বার্সাও নাকি মেসিকে ফেরানোর চেষ্টা করছে।