দানি আলভেজ ফিরেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, কিন্তু...
কখনো অনুশীলনের ছবি, কখনো ম্যাচের কোনো মুহূর্ত, কখনো আবার পরিবার বা বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি দিয়ে কিছু লেখা—সামাজিক যোগাযোগমাধ্যমে দানি আলভেজের ছিল সরব উপস্থিতি। কিন্তু ধর্ষণের অভিযোগ এবং এরপর সেই অভিযোগে জেল খাটা—সব মিলিয়ে বিধ্বস্ত আলভেজ স্বাভাবিকভাবেই এক বছরেরও বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলেন নীরব।
অবশেষে তিন দিন আগে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরেছেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক ফুটবলার। সমুদ্রের ওপারে সূর্য ডোবার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন একটি আশ্চর্যবোধক চিহ্ন। এরপর আরও একটি ছবি পোস্ট করেছেন আলভেজ, সেটিরও ক্যাপশনে ওই একই চিহ্ন। এর মানে কী, সেটা জানা যায়নি অথবা আলভেজের পোস্টে কোনো মন্তব্যও নেই। থাকবে কী করে! আলভেজ যে মন্তব্য করার অপশনটাই বন্ধ করে দিয়েছেন।
মন্তব্য না থাকলেও আলভেজের ৩ কোটি ৬৫ লাখ ইনস্টাগ্রাম অনুসারীর মধ্যে প্রতিটি ছবিতে ১ লাখেরও বেশি জন ‘লাইক’ দিয়েছেন। গত বছরের জানুয়ারির পর এই প্রথম ইনস্টাগ্রামে ‘অ্যাকটিভ’ হয়েছেন আলভেজ।
বার্সেলোনা শহরের একটি নৈশ ক্লাবে ২০২২ সালের ডিসেম্বরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আলভেজের বিরুদ্ধে। এর ভিত্তিতে পিএসজির সাবেক ডিফেন্ডার গত বছরের জানুয়ারিতে আটক করা হয়। বিচারকাজ শেষে আলভেজকে সাড়ে ৪ বছরের জেল দেন বিচারক।
বিচারকাজ চলার সময়েও জেলেই ছিলেন আলভেজ। মার্চ মাসের শেষ দিকে জামিনে মুক্তি পাওয়ার আগে ১৪ মাস জেল খেটেছেন ব্রাজিলিয়ান তারকা। আদালত আপিল নিষ্পত্তি হওয়া পর্যন্ত শর্ত সাপেক্ষে জামিন দেন আলভেজকে। জামিনের জন্য নির্ধারিত অর্থের সঙ্গে ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে বার্সেলোনাতেই অবস্থান করার নির্দেশ দেন আদালত। আপাতত তিনি বার্সেলোনাতেই আছেন।