মেসির মতোই বাঁ পা, তাই হলান্ডের চাই রোনালদোর ডান পা
লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—গত প্রায় দেড় দশকের বেশি সময় ধরে এই বিতর্কে বিভক্ত গোটা ফুটবল–দুনিয়া। শ্রেষ্ঠত্বের ইঁদুর–বিড়াল লড়াইয়ে কখনো মেসির পক্ষে ভোট বেড়েছে তো কখন দাপট দেখিয়েছেন রোনালদো। শুধু সমর্থকদের মধ্যেই নয়, বর্তমান–সাবেক খেলোয়াড়েরাও এই ইস্যুতে দুই ভাগে বিভক্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি ও রোনালদোর মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়েছিল আর্লিং হলান্ডকে। ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ড গড়া মৌসুম পার করা হলান্ড নিজের পছন্দের খেলোয়াড় হিসেবে মেসিকে বাদ দিয়ে বেছে নিয়েছেন রোনালদোকে। নিজের এই কৌশলী পছন্দের পক্ষে অবশ্য বিশেষ যুক্তিও আছে হলান্ডের।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড ভেঙেছেন হলান্ড। এখন পর্যন্ত লিগে তাঁর গোলসংখ্যা ৩৬। এই ৩৬ গোলের ২৩টিই হলান্ড করেছেন তাঁর বাঁ পায়ে। ডান পায়ে করেছেন মাত্র ৬ গোল। গোলের এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, ডান পায়ের চেয়ে বাঁ পায়ে হলান্ড অনেক বেশি কার্যকর।
আর নিজের এই শক্তির জায়গাকে বিবেচনায় রেখেই মূলত মেসি ও রোনালদোর মধ্যে থেকে একজনকে বেছে নিয়েছেন হলান্ড। পছন্দের খেলোয়াড় বাছাই করতে গিয়ে ফাইভ ইউটিউব চ্যানেলকে নরওয়েজীয় এ স্ট্রাইকার বলেছেন, ‘বেছে নেওয়া কঠিন। তবে আমার যেহেতু বাঁ পা বেশ ভালো। আমি রোনালদোর ডান পা–কে বেছে নেব।’
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি মূলত বাঁ পায়ের খেলোয়াড়। বাঁ পায়ের জাদুতে ফুটবলে সাফল্যের চূড়া স্পর্শ করেছেন মেসি। মেসির বাঁ পা নিয়ে লেখা হয়েছে অসামান্য সব কীর্তিগাথাও। মেসির মতো হলান্ডও বাঁ পায়ের খেলোয়াড়। বাঁ পায়ে অসাধারণ সব গোল করে চলেছেন এই সিটি স্ট্রাইকারও।
অন্যদিকে রোনালদো মূলত খেলেন ডান পায়ে। ডান পায়ের জাদুতে ফুটবলে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন ‘সিআর সেভেন’। আর হলান্ডের ডান পা দুর্বল হওয়ায় তিনি রোনালদোর কাছ থেকে ডান পায়ের সেই শক্তিটাই নিজের কাছে নিতে চান।