মেসির গোল মিস দেখে সেলেনার বিস্ময়
প্রায় দুই মাস ধরে গোটা যুক্তরাষ্ট্র এখন মেসি–ম্যানিয়ায় আক্রান্ত। সবকিছুর কেন্দ্রে লিওনেল মেসি। প্রতি সপ্তাহে মেসির ম্যাচ মানেই ভিন্ন এক উন্মাদনা। আর মাঠে নেমে সব উন্মাদনার জবাব মেসি দেন দারুণ পারফরম্যান্স দিয়ে। কখনো নিজে গোল করে আবার কখনো সতীর্থদের জন্য গোল বানিয়ে জাদু ছড়িয়ে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। সর্বশেষ আজ এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে দুই গোল বানিয়ে দলকে ৩–১ গোলের জয় এনে দিয়েছেন মেসি।
মেসিদের দুর্দান্ত এই জয়ের মাহাত্ম্য আজ আরও বেড়েছে অন্য এক কারণে। হলিউডের কারণে লস অ্যাঞ্জেলেস এমনিতেই তারকাদের শহর হিসেবে পরিচিত। সেই শহরে মেসির আগমন তারকা–দ্যুতিকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। আর এদিন মেসিকে দেখতে গ্যালারিতেও ঢল নামে তারকাদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তালিকা থেকে জানা গেছে, এদিন মেসির খেলা দেখতে চলচ্চিত্র, সংগীত, খেলার জগৎসহ প্রায় ৪০ জন তারকা বিমএও স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন।
মেসির খেলা দেখতে যেসব তারকা গ্যালারিতে ছিলেন, তাঁদের মধ্যে প্রিন্স হ্যারি, হলিউডের তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও, জেরার্ড বাটলার, সংগীত তারকা সেলেনা গোমেজ, বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমস ছিলেন অন্যতম। মেসির পায়ে বল গেলে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তাঁরাও। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মেসির একটি গোলের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সেলেনা গোমেজের অভিব্যক্তি ধরা পড়েছে।
ম্যাচের ৩৮ মিনিটের খেলা চলছিল তখন। বক্সের বাইরে থেকে ডিয়েগো গোমেজ বল বাড়ান মেসিকে উদ্দেশ্য করে। বক্সের ভেতরে বল রিসিভ করে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে শট নেন মেসি। কিন্তু এগিয়ে এসে লস অ্যাঞ্জেলেস গোলরক্ষক জন ম্যাকার্থি অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন সেই শট।
গোলটি না হওয়ায় মাথায় হাত দিয়ে কিঞ্চিৎ হতাশাও প্রকাশ করেন মেসি। এ সময় মুখে হাত দিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায় প্রিন্স হ্যারিকেও। কাছাকাছি অভিব্যক্তি ছিল মার্কিন র্যাপার টাইগারেরও। কিন্তু মেসির সেই প্রচেষ্টা ম্যাকার্থি ঠেকিয়ে দেওয়ার পর সংগীত তারকা সেলেনা গোমেজের অভিব্যক্তি যেন সবকিছুকে ছাপিয়ে গেছে।
দর্শক সারিতে বসা সাদা জামা পরা সেলেনা আক্ষরিক অর্থেই হা হয়ে যান। এমনকি তাঁর চোখও যেন কপালে উঠে গিয়েছিল! তবে শেষ পর্যন্ত মেসিজাদু দেখেই বাড়িতে ফিরেছেন তারকারা। বিরতির পর জোড়া গোল বানিয়ে গোটা স্টেডিয়ামকে মাতিয়ে তোলেন মেসি।