২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চেলসির সঙ্গে ‘ফুটবলের সবচেয়ে দীর্ঘমেয়াদি’ চুক্তি পালমারের

চেলসির সঙ্গে ২০৩৩ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন কোল পালমারএক্স

গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যান কোল পালমার। সে সময় যাঁরা বয়সভিত্তিক পর্যায়ে পালমারের খেলা দেখেছেন, তাঁদের অনেকেই এই দলবদলে বিস্ময় প্রকাশ করেছিলেন।

আগামী দিনের তারকা হিসেবে বিবেচিত হওয়া পালমারকে সিটির ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই ভুল মনে হয়েছে। এক মৌসুম পার হওয়ার আগেই সে কথার সত্যতা প্রমাণও করেছেন পালমার।

আরও পড়ুন

মাত্র ৪ কোটি ৭০ লাখ ইউরোতে সিটি থেকে পালমারকে কিনেছিল চেলসি। গত মৌসুমে ইংলিশ ফুটবলের অন্যতম সেরা তারকা ছিলেন পালমার। ধুঁকতে থাকা চেলসিকে প্রায় একাই টেনেছেন পালমার। মৌসুম শেষ হতেই যার পুরস্কারস্বরূপ পালমারের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে দিল চেলসি। অর্থাৎ চেলসির সঙ্গে পালমারের চুক্তি এখন ২০৩৩ সালের জুন পর্যন্ত। ৯ বছর মেয়াদি এই চুক্তি এখন ফুটবলের সবচেয়ে দীর্ঘমেয়াদি চুক্তিও বটে।

স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে গত মৌসুমে ৪৫ ম্যাচে ২৫ গোল করেন পালমার। তবে পরিসংখ্যান দিয়েই পালমারের অবদানকে উপলব্ধি করা কঠিন। গত মৌসুমটা চেলসির জন্য ছিল বিভীষিকাময়। একের পর এক ব্যর্থতা দলটিকে একরকম কোণঠাসা করে দেয়। আর এমন বিভীষিকায় প্রশান্তি হয়ে এসেছিলেন পালমার।

মৌসুমের একপর্যায়ে চেলসিকে অনেকে ‘কোল পালমার ক্লাব’ নামেও ডাকা শুরু করেছিল। মৌসুমের শেষ দিকে স্কাই বেট নামের এক পোর্টাল হিসাব কষে দেখিয়েছিল, পালমার না থাকলে চেলসির অবনমন অঞ্চলে নেমে যাওয়ার শঙ্কা ছিল।

এমন পারফরম্যান্সের কারণে পরে প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়ও নির্বাচিত হন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর ইউরোতে ইংল্যান্ডের হয়েও পালমার ছিলেন অনন্য। দলের ফাইনালের ওঠার পথেও ছিল তাঁর দারুণ অবদান।

আরও পড়ুন

এমন নৈপুণ্যের পর চেলসি যে পালমারকে ধরে রাখতে চাইবে, সেটা স্বাভাবিকই। সে ধারাবাহিকতাতেই এবার তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়িয়ে নিল চেলসি। যা এবারের দলবদলে চেলসির অদ্ভুতুড়ে কৌশলের আরেকটি দৃষ্টান্ত হয়েই থাকল। এর আগে ৯ গোলরক্ষক কিনেও আলোচনায় আসে ইংলিশ ক্লাবটি।

চেলসির সঙ্গে চুক্তি বৃদ্ধির পর এক প্রতিক্রিয়ায় পালমার বলেছেন, ‘আশা করি, চেলসির হয়ে দারুণ সব অভিজ্ঞতা অর্জনের ধারা অব্যাহত রাখতে পারব। ব্যক্তি পর্যায়ে এবং দলকে ট্রফি এনে দেওয়ার দিক থেকে দারুণ কিছু করতে পারব।’