জিনচেঙ্কোর কাছে জেসুস ‘বিশ্বমানের’, মার্তিনেল্লি ‘হীরা’
ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে নাম লেখানো ওলেকসান্দর জিনচেঙ্কো নতুন মৌসুমের শুরুটা ভালোই করেছেন। ক্রিস্টাল প্যালেস ও লেস্টার সিটির বিপক্ষে দুটি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন। একটি গোলে সহায়তাও আছে তাঁর। কিন্তু নিজের সম্পর্কে তেমন কিছু না বলে, প্রশংসায় ভাসিয়েছেন দুই সতীর্থ গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে।
প্যালেস ও লেস্টারের বিপক্ষে দুই ম্যাচেই গোল করেছেন ২১ বছর বয়সী মার্তিনেল্লি। আর জেসুস দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। দুই ব্রাজিলিয়ানের খেলায় মুগ্ধ জিনচেঙ্কো জেসুসকে বলেছেন ‘বিশ্বমানের খেলোয়াড়’ আর মার্তিনেল্লি তাঁর কাছে আর্সেনালের ‘হীরা’।
সংবাদমাধ্যম স্ট্যান্ডার্ড পোস্টকে ইউক্রেনিয়ান এই ফুটবলার বলেছেন, ‘আমি গ্যাব্রিয়েল সম্পর্কে যে কথা বলব, তার (মার্তিনেল্লি) ক্ষেত্রেও একই কথা বলব। সে অসাধারণ এক খেলোয়াড়। সে সত্যিকার এক হীরা।’
মার্তিনেল্লির প্রশংসা এখানেই থামাননি জিনচেঙ্কো। জেসুস আর মার্তিনেল্লির কঠিন অনুশীলনের বিষয়টি উল্লেখ করে জিনচেঙ্কো বলেছেন, ‘সবাই যেভাবে পরিশ্রম করে, এ দুজনও সেভাবেই পরিশ্রম করে। প্রতিদিনই তারা অবিশ্বাস্য পরিশ্রম করে। মার্তিনেল্লি অসাধারণ এক প্রতিভা। সে এখনো তরুণ। আমি নিশ্চিত, তার সামনে অসাধারণ এক ভবিষ্যৎ অপেক্ষা করছে।’
জেসুসকে নিয়েও উচ্ছ্বসিত জিনচেঙ্কো। তাঁরই মতো এ মৌসুমেই সিটি থেকে আর্সেনালে নাম লেখানো জেসুসকে নিয়ে তাঁর কথা, ‘তাঁর মান নিয়ে কখনোই আমার কোনো সন্দেহ ছিল না। তার পরিসংখ্যানই বলে, সে বিশ্বমানের একজন ফুটবলার।
সব মিলিয়ে জেসুসের কাজ আর পারফরম্যান্স নিয়ে খুশি জিনচেঙ্কো, ‘সে সবার জন্য উদাহরণ। সে অসাধারণ এক খেলোয়াড়, গোলের জন্য সব সময়ই ক্ষুধার্ত। সে কখনোই থেমে যায় না। আমি তাকে নিয়ে খুশি।’