২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জার্সিতে ‘গানের অ্যালবাম’ নিয়ে রিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা

এল ক্লাসিকোতে এই জার্সি পরেই খেলবে বার্সেলোনাছবি: টুইটার

আগামী রোববারের এল ক্ল্যাসিকোতে বিশেষ জার্সি পরে খেলতে নামবে বার্সেলোনা। যেখানে বার্সার জার্সিতে লেখা থাকবে ‘মোতোমামি’। মোতোমামি মূলত স্প্যানিশ সংগীতশিল্পী রোজালিয়ার একটি অ্যালবামের নাম। প্রশ্ন হচ্ছে, একটি গানের অ্যালবামের নাম বার্সা কেন নিজেদের জার্সিতে জায়গা দিচ্ছে?

বার্সার জার্সির চুক্তি মূলত সুইডিশ ডিজিটাল মিউজিক, পডকাস্ট এবং ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে। আর স্পটিফাইয়ে দারুণ সফল একটি অ্যালবাম হচ্ছে মোতোমামি। সেই অ্যালবামের এক বছর পূর্তি উপলক্ষে মোতোমামি লেখা লোগোর জার্সি পরে খেলবে বার্সা। শুধু রোববারের ছেলেদের এল ক্ল্যাসিকোতেই নয়, ২৫ মার্চ মেয়েদের এল ক্ল্যাসিকোতেও বার্সার জার্সিতে লেখা থাকবে মোতোমামি শব্দটি।

আরও পড়ুন

২০২২ সালে বৈশ্বিকভাবে সবচেয়ে স্ট্রিমড হওয়া স্প্যানিশ শিল্পী ছিলেন রোজালিয়া। স্পটিফাইয়ে তাঁর ট্র্যাকগুলোর স্ট্রিমিং এক বছরে বেড়েছে ১১০ শতাংশ। পাশাপাশি বার্সেলোনাতেও গত বছর স্পটিফাইয়ে সবচেয়ে স্ট্রিমড হওয়া নারী শিল্পীও ছিলেন রোজালিয়া।

নিজের অ্যালবামের নাম জার্সিতে লাগিয়ে বার্সার ক্ল্যাসিকো খেলতে নামা নিয়ে রোজালিয়া বলেছেন, ‘বার্সার মতো একটি বড় ক্লাবের এই জার্সি পরে খেলতে নামাটা আমাকে খুবই রোমাঞ্চিত করেছে। আরও বড় ব্যাপার হচ্ছে, এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে তারা জার্সিটি পরে খেলতে নামবে। কনসার্টে এবং খেলার মাঠে যে আবেগের স্ফুরণ দেখা যায়, সেটা বিবেচনায় সংগীত ও ফুটবল একই রকম। এটি মানুষের প্রাণশক্তিকে এক জায়গায় নিয়ে আসে। অনেক মানুষ একসঙ্গে মুহূর্তটি উপভোগ করে। নিজেদের সব মনোযোগ ইভেন্টটিতে রাখে।’

আরও পড়ুন
বার্সেলোনার এল ক্লাসিকোর জার্সি
ছবি: টুইটার

বিশেষ জার্সি পরে খেলতে নামা নিয়ে বার্সার বিপণন কর্মকর্তা জুলি গুইও বলেছেন, ‘বার্সার জার্সিতে রোজালিয়ার মতো বিখ্যাত শিল্পীকে দেখতে পাওয়া আমাদের সর্মথকদের জন্য দারুণ চমক হবে।’ এ সময় স্পটিফাইয়ের সঙ্গে নতুন এই অধ্যায় খুলতে পেরে নিজেদের আনন্দের কথাও জানান গুইও।

বার্সার সঙ্গে নিজেদের যাত্রা নিয়ে স্পটিফাই কর্মকর্তা মার্ক হাজনান বলেছেন, ‘রোজালিয়ার গান উদ্‌যাপনের মাধ্যমে বার্সেলোনার জার্সিতে স্পটিফাইকে জায়গা দিতে পেরে আমরা গর্বিত। রোজালিয়া স্পটিফাইয়ের শীর্ষ স্প্যানিশ শিল্পী। বার্সেলোনার সঙ্গে আমাদের অভিনব অংশীদারত্বের উদ্‌যাপনকে এগিয়ে নেওয়ার এটাই সুযোগ। এটা ফুটবল ও সংগীতের পৃথিবীকে একসঙ্গে এগিয়ে নেওয়ারও একটি সুযোগ।’

আরও পড়ুন