২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আলভেজের ‘জীবনের কঠিনতম সময়ে’ পাশেই আছেন তাঁর স্ত্রী

দানি আলভেজ ও জোয়ানা সাঞ্জছবি: টুইটার

বার্সেলোনা শহরের সাটন ক্লাবে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে জেল খাটতে হচ্ছে দানি আলভেজকে। আদালতে মামলার শুনানি চলছে। জামিনও পাননি ব্রাজিলীয় তারকা। গত ২৩ জানুয়ারি ব্রায়ানস টু জেলহাজত থেকে তাঁকে ব্রায়ানস ওয়ানে পাঠানো হয়।

গত রোববার আলভেজের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী ও ব্রাজিলিয়ান মডেল জোয়ানা সাঞ্জ। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার সময় মুখোমুখি সাক্ষাতে বসেছিলেন দুজন। কথা চলেছে ৬টা ৫০ মিনিট পর্যন্ত। জেলহাজতে সাঞ্জের সঙ্গে ছিলেন আলভেজের ব্যক্তিগত পাচক ও বন্ধু ব্রুনো।

আরও পড়ুন
আরও পড়ুন

স্প্যানিশ সংবাদমাধ্যমে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, আলভেজের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন সাঞ্জ। জেলখানা থেকে বের হয়ে আসার পথে সংবাদকর্মীদের মুখোমুখি হতে হয় তাঁকে। সাঞ্জ উত্তর দিতে রাজি হননি।

তবে স্প্যানিশ টিভি চ্যানেল ‘টেলেকিনকো’র অনুষ্ঠান ‘ফিয়েস্তা’র সংবাদকর্মী পলা গঞ্জালেসকে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে সাঞ্জ বলেছেন, ‘আমি তাঁকে তাঁর জীবনের কঠিনতম সময়ে একা ফেলে রেখে যাব না।’ জেলখানায় সাঞ্জের সঙ্গে ছিলেন আলভেজের পাচক ও বন্ধু ব্রুনো ব্রাসিল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদনে জানানো হয়েছে, সাটন নৈশক্লাবে সেদিন আলভেজের সঙ্গে ছিলেন ব্রুনো।

‘মার্কা’ আরও জানিয়েছে, আলভেজকে দেখতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে একমাত্র ছবিটি মুছে ফেলেন সাঞ্জ। ব্রায়ানস টু জেলখানায় আলভেজের কক্ষে তাঁর সঙ্গী কুতিনিও। না, লিভারপুল, বার্সেলোনার সাবেক ও অ্যাস্টন ভিলার বর্তমান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুতিনিও নয়, এই কুতিনিও ব্রাজিলিয়ান হলেও অন্য আসামি। আলভেজ কারাগারে কেমন আছেন, সংবাদকর্মীদের এ প্রশ্নের উত্তরে সাঞ্জ পাল্টা প্রশ্ন করেন, ‘আপনাদের কী মনে হয়?’

আরও পড়ুন

স্পেনের আরেকটি সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, আলভেজ আদালতে কেমন আছেন, তা নিয়ে জোয়ানা সাঞ্জ কথা না বললেও মুখ খুলেছেন ব্রাজিলিয়ান তারকাকে দেখতে যাওয়া আরেক দর্শনার্থী। তবে নিজের পরিচয় প্রকাশে তিনি রাজি হননি।

এর আগে সংবাদমাধ্যম জানিয়েছিল, ৩৯ বছর বয়সী আলভেজের সঙ্গে আর দশজন সাধারণ আসামির মতো আচরণ করছে কারা কর্তৃপক্ষ। এই খবরকে ভুল বলে দাবি করে সেই দর্শনার্থী বলেছেন, ‘আমি যত দূর শুনেছি, চারজন অফিশিয়াল আছেন তার সঙ্গে। তারা তাকে আলাদা করে রেখেছে। অন্য বন্দীদের সঙ্গে সে যোগাযোগ করতে পারছে কি না, তা নিয়ে কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, তাকে আলাদা করে রাখা হয়েছে; কারণ, এটি একটি বিশেষ মামলা আর সে নিজেও খ্যাতিমান অ্যাথলেট।’

আলভেজকে জেলহাজতে কিছু সুবিধা দেওয়া হচ্ছে কি না, এই প্রশ্নের উত্তরে সেই দর্শনার্থী বলেছেন ‘হ্যাঁ।’ তবে আলভেজের কক্ষে কুতিনিও নামে আরও এক আসামি আছেন, এই খবর অস্বীকার করেছেন সেই দর্শনার্থী, ‘আমি ঠিক জানি না কীভাবে বলা উচিত, তবে কারাফটকে যা শুনেছি সেটি হলো হ্যাঁ (একাই আছেন)।’

আরও পড়ুন