রেফারিকে টাকা দেওয়ার ঘটনায় এবার উয়েফার তদন্তের মুখে বার্সা
স্প্যানিশ রেফারিস কমিটির সহসভাপতিকে বার্সেলোনার অর্থ দেওয়ার ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। বিষয়টি তদন্তে নৈতিকতা ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি। এর আগে বার্সেলোনার পাবলিক প্রসিকিউটর অফিস ক্লাবটির বিরুদ্ধে রেফারি মারিয়া এনরিকজ নেগ্রেরিয়া ও তাঁর কোম্পানি ডাসনির ৯৫-কে ২০০১ থেকে ২০১৮ পর্যন্ত ৮৪ লাখ ইউরো পর্যন্ত অর্থ প্রদানের অভিযোগ আনে।
এমন গুরুতর অভিযোগ সামনে আসার পর থেকে বিপাকে পড়ে বার্সা। এ অপরাধে পয়েন্ট কাটা যাওয়ার পাশাপাশি নিচের স্তরে অবনমিত হয়ে যাওয়ার শঙ্কাতেও পড়ে কাতালান ক্লাবটি। এখন উয়েফা নতুন করে তদন্ত শুরু করায় তাদের বিপদ আরও বাড়ল।
এ প্রসঙ্গে উয়েফা বলেছে, ‘বার্সেলোনার সঙ্গে তথকথিত নেগ্রেরিয়া-কাণ্ডের সংযোগের মাধ্যমে উয়েফার আইন লঙ্ঘিত হয়েছে কি না, তা তদন্ত করতে নৈতিকতা ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করা হয়েছে।’
এর আগে গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জানা যায়, জোসেফ মারিয়া বার্তোমেউ সভাপতি থাকাকালে পরামর্শের জন্য তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি জোসে নেগ্রেরিয়াকে ১৪ লাখ ইউরো প্রদান করেছে তারা।
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন বছর ধরে এ অর্থ প্রদান করা হয়। বার্সা তাৎক্ষণিকভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দেয়। অর্থ দেওয়ার কথা স্বীকার করে নিলেও সেটি দ্বারা ম্যাচের ফল প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না বলে জানায় বার্সা।
প্রসিকিউটর অফিসে সাক্ষ্য দেওয়ার সময় নেগ্রেরিয়া ও তাঁর ছেলেও বার্সাকে অর্থের বিনিময়ে বাড়তি সুবিধা দেওয়ার কথা অস্বীকার করেন। রেফারির দায়িত্ব পালনের সময় বার্সাকে বিশেষ কোনো সুবিধা দেননি বলে জানান নেগ্রেরিয়া।
কিন্তু বার্সা কর্তৃপক্ষ ও নেগ্রেরিয়ার এ দাবি মেনে নেয়নি প্রসিকিউটর অফিস। তারা ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নেগ্রেরিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠানকে ৮৪ লাখ ইউরো দেওয়ার অভিযোগের তদন্ত শুরু করে। পাশাপাশি বার্সার সাবেক দুই সভাপতি বার্তোমেউ ও সান্দ্রো রোসেল এবং নেগ্রেরিয়ার বিরুদ্ধে ‘দুর্নীতি’, ‘বিশ্বাসভঙ্গ’ ও ‘ভুয়া ব্যবসায়িক রেকর্ড’ রাখার অভিযোগ এনেছে।