বেনজেমার পেনাল্টি মিসে ক্লাব বিশ্বকাপ থেকে ইত্তিহাদের বিদায়
ফিফা ক্লাব বিশ্বকাপে গতকাল রাতে দ্বিতীয় রাউন্ডে ৩-১ গোলের জয়ে সৌদি আরবের আল ইত্তিহাদ ক্লাবকে বিদায় করেছে মিসরের আল আহলি। ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি মিস করেন আল ইত্তিহাদের ফরাসি তারকা করিম বেনজেমা।
এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আল আহলি। সোমবার সেমিফাইনালে মিসরীয় ক্লাবটির প্রতিপক্ষ ব্রাজিলের ফ্লুমিন্সে। পরের দিন সেমিফাইনালের অপর লড়াইয়ে জাপানের ক্লাব ইউরাওয়া রেড ডায়মন্ডসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।
জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে গতকাল রাতে প্রথমার্ধে দুটি পেনাল্টি দেখা গেছে। এর মধ্যে ২১ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে এগিয়ে দেন আল মালাউল। নিজেদের বক্সে আল ইত্তিহাদ ডিফেন্ডার হাসান কাদিশ হ্যান্ডবল করে বসায় পেনাল্টিটি পেয়েছিল আল আহলি। পরের পেনাল্টিটিও এসেছে হ্যান্ডবল থেকে।
৪১ মিনিটে বক্সে হ্যান্ডবল করেন আল আহলির মোহামেদ আবদেলমোনেম। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি পেনাল্টির রায় দেওয়া পর স্পটকিকে পোস্টের বাঁ দিকে ডান পায়ের শট নিয়েছিলেন বেনজেমা। কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট রুখে দেন আল আহলির গোলকিপার মোহামেদ এল শেনওয়ে।
বিরতির পর ৫৯ ও ৬২ মিনিটে আরও দুটি গোল পায় আল আহলি। এরপর সৌদি ক্লাবটি আর খেলায় ফিরতে পারেনি। যোগ করা সময়ে ইত্তিহাদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন বেনজেমা। তার আগে ৯০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল আহলির অ্যান্থনি মোডেস্টে। ২০০৫ সালে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর এবার প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে অংশ নিয়েছিল আল ইত্তিহাদ।
এই ম্যাচের আগে জেদ্দায় প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের অপর ম্যাচে মেক্সিকান ক্লাব লিওকে ১-০ গোলে হারায় ইউরাওয়া রেড ডায়মন্ডস। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নামা অ্যালেক্স শালক জাপানি ক্লাবটির হয়ে জয়সূচক গোল করেন ৭৮ মিনিটে।