৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের ড্র’র ফরম্যাট ঘোষণা উয়েফার
চারটি বাড়তি দল নিয়ে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়নস লিগ আয়োজনের খবরটি পুরোনো। এ মৌসুম থেকে ৩২ দলের পরিবর্তে ৩৬ দল নিয়ে বসবে ইউরোপিয়ান। আজ নিজেদের ওয়েবসাইটে বদলে যাওয়া চ্যাম্পিয়নস লিগে ড্রয়ের বিস্তারিত তুলে ধরেছে উয়েফা। ২৯ আগস্ট মোনাকোতে হবে ড্র।
নতুন এই ফরম্যাটে কোনো গ্রুপ নেই, ৩৬টি দলের জন্য একটি পয়েন্ট তালিকাই থাকবে। তবে দলগুলো আটটি ভিন্ন ভিন্ন দলের সঙ্গে আটটি ম্যাচ খেলবে। এর আগে ৩২টি দল ৮ গ্রুপে চারটি করে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে দুটি করে ম্যাচ খেলত। যেখানে প্রতি গ্রুপ থেকে দুটি করে দল শেষ ষোলোর টিকিট পেত। তবে নতুন ফরম্যাটের লিগ পর্ব সমর্থকদের আরও বেশি প্রতিযোগিতামূলক এবং ভারসাম্যপূর্ণ লড়াই দেখার সুযোগ করে দেবে।
আটটি ভিন্ন প্রতিপক্ষ খুঁজে নেওয়ার জন্য ড্রতে দলগুলোকে চারটি ভিন্ন পাত্রে রাখা হবে। কোন ক্লাব কোন পাত্রে থাকবে সেটি নির্ধারিত হবে মৌসুমের শুরুতে উয়েফা কো-এফিশিয়েন্টের (বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে উয়েফার তৈরি করা র্যাঙ্কিং) ভিত্তিতে রাখা হবে। তবে ব্যতিক্রম হিসেবে থাকবে কেবল বর্তমান চ্যাম্পিয়নরা। যারা এক নম্বর পাত্রে জায়গা পাবে।
এরপর প্রতিটি দলের জন্য চারটি পাত্র থেকে দুটি করে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। প্রতিটি পাত্রের দুই প্রতিপক্ষের মধ্যে একটি বিপক্ষে হোম ও অন্যটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে দলগুলো। এই একই পদ্ধতি উয়েফা ইউরোপা লিগেও দেখা যাবে। লিগ পর্বে কোনো দল স্বদেশি কোনো দলের মুখোমুখি হবে না এবং একটি দেশের সর্বোচ্চ দুটি দলের বিপক্ষে খেলতে পারবে দলগুলো।
নতুন এই ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের জন্য ড্রয়েও নতুনত্ব প্রয়োজন ছিল। যদি আগে গ্রুপ পর্বের মতো করে ড্র হতো তবে ড্রয়ের জন্য বল লাগত ১ হাজারটি এবং মঞ্চে পাত্রের দরকার হতো ৩৬টি। আর এ ক্ষেত্রে ড্র শেষ করতে অনেক লম্বা সময় লাগত। এবার ড্রয়ের জন্য ব্যবহার করা হবে স্বয়ংক্রিয় সফটওয়্যার। যা এলোমেলোভাবে ৪টি পট থেকে ৮টি প্রতিপক্ষ নির্বাচন করবে। আর এই নির্বাচন সরাসরি ড্রয়ের হলরুমে এবং টেলিভিশনে দেখা যাবে। এ ছাড়া সফটওয়্যারই ঠিক করে দেবে কোন ম্যাচ হোমে হবে আর কোনটি অ্যাওয়েতে।
ড্র শুরু হবে মূলত এক নম্বর পট থেকে। প্রতিটি দল আটটি করে প্রতিপক্ষ না পাওয়া পর্যন্ত এই ধারা চলতে থাকবে। সফটওয়্যারই মূলত একটি নির্দিষ্ট কাঠামোর ভেতর এলোমেলোভাবে নিয়মতান্ত্রিক উপায়ে (একই দেশের দুটি দল মুখোমুখি না হওয়া এবং একটি দেশের দুটির বেশি প্রতিপক্ষ না পাওয়া) দল নির্বাচন করবে। পাশাপাশি কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ড্র শেষ করার বিষয়টিও নিশ্চিত করবে সফটওয়্যার। ড্র শেষ হওয়ার সঙ্গে দলগুলো নিজেদের প্রতিপক্ষ কারা জানতে পারলেও, সূচি বিস্তারিতভাবে ঘোষণা করা হবে ৩১ আগস্ট।