প্রিমিয়ার লিগ হল অব ফেমে ফার্গুসন-ওয়েঙ্গার
একজন প্রিমিয়ার লিগের ইতিহাসে ট্রফির হিসেবে সবচেয়ে সফল কোচ। অন্য জনের দল গড়েছিল পুরো মৌসুম অপরাজিত থেকে শিরোপা জেতার একমাত্র কীর্তি।
দুই কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গার এবার জায়গা পেলেন প্রিমিয়ার লিগ হল অব ফেমে। ২০২১ সালে হল অব ফেমের যাত্রা শুরুর পর এই প্রথম দুজন কোচ জায়গা পেলেন সেখানে।
দীর্ঘ ২৭ বছর ম্যানচেস্টার ইউনাইটেডকে কোচিং করানো স্যার অ্যালেক্স ফার্গুসন জিতেছেন ১৩টি প্রিমিয়ার লিগের শিরোপা। প্রিমিয়ার লিগে তাঁর চেয়ে বেশি ট্রফি নেই অন্য কোনো কোচের। টানা তিন মৌসুমে শিরোপা জেতার কীর্তি আছে দুবার।
অন্যদিকে ২২ বছর আর্সেনালকে কোচিং করানো আর্সেন ওয়েঙ্গার লিগ জিতেছেন তিনবার। এর মধ্যে ২০০৩-০৪ পুরো মৌসুম অপরাজিত থেকে আর্সেনালের শিরোপা জয় তো প্রিমিয়ার লিগের ইতিহাসেই একমাত্র কীর্তি।
স্বীকৃতি পেয়ে আনন্দিত দুই কোচই। ৮১ বছর বয়সী ফার্গুসন লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এটা শুধু ব্যক্তি ফার্গুসনের অর্জন নয়। এই অর্জন ম্যানচেস্টার ইউনাইটেডেরও। এই ক্লাবের সঙ্গে আমার বন্ধন চিরকালের। আমার কাজ ছিল সমর্থকদের খুশি মনে বাড়িতে পাঠানো। ইউনাইটেডের ঐতিহ্য ও সমর্থকদের প্রত্যাশা আমাকে সব সময় প্রেরণা দিয়ে গেছে।’
৭৩ বছর বয়সী ওয়েঙ্গার বলেছেন, ‘আর্সেনালকে ভালোবাসে এমন একজন হিসেবে পরিচিতি পাওয়া, এই ক্লাবের মূল্যবোধ ধারণ করা এবং আরও উঁচুতে নিয়ে যাওয়াটা আমার জন্য গর্বের। স্যার অ্যালেক্সের সঙ্গে এই সম্মানটা ভাগাভাগি করতে পারাটা বিশেষ।’
২০২১ সালে চালু হওয়ার পর প্রথম বছরে প্রিমিয়ার লিগ হল অব ফেমে জায়গা পেয়েছেন ডেভিড বেকহাম, ডেনিস বার্গক্যাম্প, এরিক ক্যান্টোনা, থিয়েরি অঁরি, রয় কিন, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড ও অ্যালান শিয়ারার। ২০২২ সালে হল অব ফেমে জায়গা পান সের্হিও আগুয়েরো, দিদিয়ের দ্রগবা, ভিনসেন্ট কোম্পানি, ওয়েইন রুনি, পিটার স্মাইকেল, পল স্কোলস, প্যাট্রিক ভিয়েরা ও ইয়ান রাইট।