২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জরিমানার ৪ পয়েন্ট ফেরত পেয়ে স্বস্তি এভারটনে

স্বস্তি ফিরল এভারটনেটুইটার

গত বছরের নভেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক সংগতি নীতি (এফএফপি) ভঙ্গ করায় ১০ পয়েন্ট জরিমানা করা হয় এভারটনকে। প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের পয়েন্ট জরিমানা দিয়ে তালিকার ১৪ থেকে ১৯ নম্বরে নেমে গিয়েছিল মার্সেসাইড অঞ্চলের ক্লাবটি। এর পর থেকে অবনমন অঞ্চলেই ঘুরপাক খাচ্ছিল এভারটন।

এর মধ্যে অবশ্য পয়েন্ট জরিমানার শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল ক্লাবটি। সেই আপিলের রায়ে জরিমানা করা পয়েন্ট সংখ্যা ১০ থেকে নামিয়ে আনা হয়েছে ৬-এ। যা অবনমনের শঙ্কায় থাকা ক্লাবটিকে দিচ্ছে বড় স্বস্তি। ৪ পয়েন্ট ফেরত পেয়ে এভারটন এখন তালিকার ১৭ নম্বর থেকে উঠে এসেছে ১৫ নম্বরে। এভারটনের শাস্তি কমানোর বিষয়টি বিবৃতিতে নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ।

আরও পড়ুন

অন্যদিকে শাস্তি কমানো নিয়ে বিবৃতিতে এভারটন বলেছে, ‘আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত হজম করতে এখনো কষ্ট হচ্ছে ক্লাবের। তবে আমরা সন্তুষ্ট যে আমাদের আপিলের ফলে পয়েন্ট জরিমানা কমে এসেছে।’

পয়েন্ট ফেরত পাওয়ার পর ২৬ ম্যাচে এভারটনের পয়েন্ট এখন ২৫। এর আগে তাদের পয়েন্ট ছিল ২১। যা কিনা অবনমন অঞ্চলে থাকা লুটন টাউনের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি। ২০ পয়েন্ট নিয়ে তালিকার ১৮ নম্বরে আছে লুটন। এখন লুটনের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল এভারটন।

আর এভারটনের উত্থানে ক্ষতি হয়েছে নটিংহাম ফরেস্টের। যারা ২৪ পয়েন্ট নিয়ে ১৬ থেকে এখন ১৭ নম্বরে নেমে গেছে। তবে ১০ পয়েন্টের পুরোটাই ফেরত পেলে ১৩ নম্বরে উঠে আসতে পারত এভারটন।

আরও পড়ুন

এর আগে ১২ ম্যাচ শেষে এভারটনের পয়েন্ট যখন ১৪, তখনই তাদের ১০ পয়েন্ট জরিমানা করা হয়। ফলে এভারটনের পয়েন্ট কমে গিয়ে দাঁড়ায় ৪–এ। সে সময় ২০ নম্বরে থাকা বার্নলির পয়েন্ট ছিল ৪। কেবল গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক ধাপ ওপরে জায়গা হয় এভারটনের।