অ্যানফিল্ডের ডাগআউট থেকে বিদায় নিতে পারবেন তো ক্লপ

সংবাদ সম্মেলনে লিভারপুলের কোচ ক্লপএক্স

দুই ম্যাচই বাকি আছে। দুই ম্যাচ পর শেষ হবে লিভারপুলের চলতি মৌসুমের সব অভিযান। দুই ম্যাচ পরই আবার শেষ হবে লিভারপুলে ক্লপ-যুগ। জার্মান কোচকে নিজেদের প্রিয় মাঠ অ্যানফিল্ড থেকে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন লিভারপুলের সমর্থকেরা। মৌসুমের শেষ ম্যাচটি যে লিভারপুল খেলবে ঘরের মাঠেই।

লিভারপুলে ক্লপের বিদায় নিয়েও একটি প্রশ্ন শোনা যাচ্ছে ইংল্যান্ডের ফুটবলে—অ্যানফিল্ডের ডাগআউট থেকে কি বিদায় নিতে পারবেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল লিগে আর যে দুটি ম্যাচ খেলবে, এর প্রথমটি আগামী পরশু রাতে। ম্যাচটি তারা খেলবে অ্যাস্টন ভিলার মাঠে। এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ক্লপকে ওই প্রশ্ন করেছেন সাংবাদিকেরা।

আরও পড়ুন

প্রশ্নটি ওঠার কারণ, ডাগআউটে এর আগে দুটি হলুদ কার্ড দেখেছেন লিভারপুল কোচ। আগামী পরশু রাতে আরেকটি হলুদ কার্ড দেখলে ডাগআউটে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি। সে ক্ষেত্রে উলভসের বিপক্ষে নিজেদের মাঠে নিজের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ক্লপ। অ্যানফিল্ডের সমর্থকদের সামনে থেকেও আর বিদায় নেওয়া হবে না তাঁর।

ক্লপ অবশ্য লিভারপুলের সমর্থকদের আশ্বস্ত করেছেন। বলেছেন, এমন কিছু করবেন না, যাতে তিনি আরেকটি হলুদ কার্ড দেখেন। সংবাদ সম্মেলনে ক্লপ বলেছেন, ‘আমি কোনো আলোচনায় জড়িত না হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমি জানি, একটা কার্ড আমার আছে।’

আরও পড়ুন
আর ২ ম্যাচ পরই লিভারপুলে শেষ হচ্ছে ক্লপ–অধ্যায়
এএফপি

ক্লপ এরপর তাঁর ২টি হলুদ কার্ড দেখা নিয়ে বলেছেন, ‘আমি কখন দ্বিতীয় হলুদ কার্ড দেখলাম? আমরা এটাকে এভাবে বলতি পারি যে আমি মাত্র দুটি হলুদ কার্ড দেখেছি। আমার কয়েকজন কলিগ (অন্য দলের কোচ) তো নিষিদ্ধও হয়েছে, তাই না? আমি সেদিক থেকে বছরের পর বছর অনেক শান্ত ছিলাম।’

ক্লপ এ মৌসুমে ডাগআউটে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন গত বছরের নভেম্বরে, লুটন টাউনের বিপক্ষে। দ্বিতীয় হলুদ কার্ড এ বছরের ফেব্রুয়ারিতে বার্নলির বিপক্ষে। প্রথম হলুদ কার্ডটি ছিল প্রতিপক্ষের মাঠে, দ্বিতীয়টি নিজেদের মাঠে। কে জানে আগামী ১৯ মে নিজেদের মাঠে কী করবেন ক্লপ!

আরও পড়ুন