‘এই পুরস্কার তোমারই প্রাপ্য’, মেসিকে অভিনন্দন জানিয়ে বললেন এমবাপ্পে
২০০৬ সালের জানুয়ারিতে প্রকাশিত ফুটবলবিষয়ক সাময়িকী ফোরফোরটু–এর প্রচ্ছদ নিয়ে গত রাত থেকে বেশ আলোচনা চলছে। এর মাত্র দুই মাস আগে ব্যালন ডি’অর জিতেছেন রোনালদিনিও। স্বাভাবিকভাবে ফোরফোরটু–এর প্রচ্ছদে শুধু রোনালদিনিওরই জায়গা করে নেওয়ার কথা।
কিন্তু ব্রাজিলিয়ান তারকা সঙ্গে করে নিয়ে এলেন ১৮ বছর বয়সী এক তরুণ আর্জেন্টাইনকে। তাঁকে পরিচয় করিয়ে দিয়ে রোনালদিনিও বললেন, ‘বিশ্বসেরা? আমি তো বার্সারও সেরা নই...।’
আসলে জহুরি জহর চেনে! রোনালদিনিও–ও চিনেছিলেন মেসিকে। সে কারণেই তো নিজে ব্যালন ডি’অর জয়ের পরও সঙ্গে করে নিয়ে আসা ওই তরুণকে তাঁর চেয়ে সেরা বলে আখ্যা দিয়েছিলেন। সে দিনের ওই তরুণই আজকের লিওনেল মেসি; গত রাতে যিনি জিতেছেন নিজের অষ্টম ব্যালন ডি’অর।
আর্জেন্টিনাকে তিন যুগ পর বিশ্বকাপ এনে দেওয়া মেসিই যে ব্যালন ডি’অর জিততে চলেছেন, সেটা অনুমিতই ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেই ঘোষণাটাও এসেছে কাল রাতে প্যারিসের থিয়েতার দু শাতেলে। ম্যানচেস্টার সিটিকে গত মৌসুমে ট্রেবল জেতাতে সবচেয়ে বেশি অবদান যাঁর, সেই আর্লিং হলান্ডকে পেছনে ফেলেছেন মেসি।
সাতটি ব্যালন ডি’অর নিয়ে এত দিন এককভাবে মেসিই ছিলেন শীর্ষে। এবার যেন নিজেকে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন। অষ্টম ব্যালন ডি’অর জয়ের পর থেকেই অভিনন্দনবার্তায় ভাসছেন মেসি। আর্জেন্টাইন তারকাকে অভিনন্দন জানিয়েছেন রোনালদিনিও–ও।
সাবেক বার্সেলোনা সতীর্থের সঙ্গে এখন তাঁর বন্ধন কতটা গাঢ়, সেটাই উঠে এসেছে রোনালদিনিওর অভিনন্দনবার্তায়, ‘অভিনন্দন লিও মেসি, আবারও তুমি বিশ্বের সেরা!!! তোমাকে নিয়ে আমি খুব খুশি, আমার ভাই।’
প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ব্যালন ডি’অর জিতলেন মেসি—বার্সেলোনা, পিএসজির পর ইন্টার মায়ামি। মেসি তাঁর বর্তমান ক্লাব মায়ামির সহমালিক ডেভিড বেকহামের হাত থেকেই গৌরবময় সোনার বলটা নিয়েছেন।
মেসিকে এভাবে সম্মান জানাতে পেরে খুশি বেকহামও, ‘প্যারিসে লিও মেসিকে অষ্টম ব্যালন ডি’অর দিতে পারা অনেক সম্মানের। এটা তার ও পরিবারের জন্য বিশেষ রাত। এ রকম একটি অবিশ্বাস্য অর্জন উদ্যাপন করার জন্য সেখানে উপস্থিত থাকতে পারা সৌভাগ্যের ব্যাপার। মায়ামি সেরা খেলোয়াড়কে পেয়ে গর্বিত। অভিনন্দন আমার বন্ধু।’
গত ফেব্রুয়ারিতে ফিফা বর্ষসেরা পুরস্কারের দৌড়ে মেসির কাছেই হেরে গেছেন কিলিয়ান এমবাপ্পে। ব্যালন ডি’অরের লড়াইয়েও পারেননি মেসি ও হলান্ডের সঙ্গে, হয়েছেন তৃতীয়। তবে সাবেক পিএসজি সতীর্থ মেসিকে অভিনন্দন জানাতে ভোলেননি এমবাপ্পে, ‘এই পুরস্কার পাওয়ায় অভিনন্দন লিও। এই পুরস্কার তোমারই প্রাপ্য।’