রোনালদো থাকছেন ইউনাইটেডেই

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদোফাইল ছবি: এএফপি

গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হয়ে যাবে আগামীকাল। চ্যাম্পিয়নস লিগ খেলতে মরিয়া রোনালদো এত দিন কম চেষ্টা করেননি এমন কোনো ক্লাবে যেতে, যেখানে তাঁর ইচ্ছাপূরণ হবে।

কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ছাড়তে খুব একটা আগ্রহী ছিল না। রোনালদোও শেষ পর্যন্ত পারেননি পছন্দের কোনো ক্লাব খুঁজে বের করতে। আপাতত তাই তাঁকে থাকতে হচ্ছে ইউনাইটেডেই।

আরও পড়ুন

ইংলিশ প্রিমিয়ার লিগে পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তলানিতে থাকা লেস্টার সিটি। আগামীকালের এই ম্যাচ সামনে রেখে আজ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের সংবাদ সম্মেলনে রোনালদোর ভবিষ্যতের প্রসঙ্গ এসেছে।

সেখানেই রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা নিয়ে কোচ টেন হাগ বলেছেন, ‘(এটা) পরিষ্কার, অবশ্যই। আমি আগেও বলেছি, আমাদের ভালো মানের খেলোয়াড় দরকার, সব ম্যাচে (বদল করে) খেলানোর জন্য যথেষ্ট খেলোয়াড় দরকার, ধারাবাহিকতা ধরে রাখার জন্যও। আমরা এই চেষ্টাই করে যাচ্ছি।’

প্রিমিয়ার লিগে সাম্প্রতিককালে কঠিন সময় পার করা ইউনাইটেড এবার চ্যাম্পিয়নস লিগে খেলছে না।

শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো?
ছবি: রয়টার্স

ক্যারিয়ারের শেষ বেলায় পৌঁছে যাওয়া রোনালদো তাই চেয়েছিলেন এমন কোনো ক্লাবে যেতে, যেটার হয়ে তিনি ইউরোপের সেরা প্রতিযোগিতায় খেলতে পারবেন। ওল্ড ট্রাফোর্ড ছাড়তে মরিয়া রোনালদোর সম্ভাব্য গন্তব্য হিসেবে গত কিছুদিনে তাঁর নিজের দেশের পোর্তো, জার্মানির ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ, স্পেনের আতলেতিকোও এবং ফ্রান্সের মার্শেইয়ের নামও ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো ক্লাবই খুব উৎসাহ দেখায়নি।

ম্যানচেস্টার ইউনাইটেডে এখনো এক বছর চুক্তির মেয়াদ বাকি রোনালদোর। আপাতত তাই তাঁকে প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলেই সন্তুষ্ট থাকতে হবে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন