বেকহাম–রোনালদোদের ৭ নম্বর জার্সি এখন মাউন্টের

চেলসি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন ম্যাসন মাউন্টছবি: ইউনাইটেড ওয়েবসাইট

গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক দিন ধরে। অবশেষে সেটাই সত্যি হলো। চেলসির একের পর এক খেলোয়াড় বিক্রির তালিকায় এবার নাম উঠল ম্যাসন মাউন্টেরও। পাঁচ বছরের জন্য চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন মাউন্ট। ২০২৮ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও পরবর্তী সময়ে সেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এর আগে মাউন্টের জন্য দেওয়া তিনটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল চেলসি। তবে চতুর্থ প্রস্তাবটিতে শেষ পর্যন্ত একমত হয়েছে ইংল্যান্ডের এ দুই পরাশক্তি। মাউন্টের জন্য ইউনাইটেডের খরচ হচ্ছে ৫ কোটি ৫০ লাখ পাউন্ড। এ ছাড়া চুক্তি অনুযায়ী পরবর্তী সময়ে সম্ভাব্য আরও ৫০ লাখ পাউন্ড পাওয়ার সুযোগও থাকছে চেলসির।

আরও পড়ুন

বেতনের দিক থেকেও মাউন্ট বেশ সুবিধা পেতে যাচ্ছেন। চেলসিতে সপ্তাহে ২ লাখ পাউন্ড বেতন পাওয়া মাউন্টকে ইউনাইটেড দেবে ২ লাখ ৫০ হাজার পাউন্ড। তবে পারফরম্যান্স ভালো করলে সেটি বেড়ে তিন লাখ পাউন্ডও হতে পারে। এর ফলে মাউন্ট ইউনাইটেডের শীর্ষ পাঁচ বেতন পাওয়া খেলোয়াড়ের তালিকাতেও জায়গা করে নিয়েছেন। যেখানে ৩ লাখ ৭৫ হাজার পাউন্ডে সবার ওপরে অবস্থান করছেন দাভিদ দে হেয়া। আর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে জাদন সানচো, রাফায়েল ভারানে এবং কাসেমিরো

২৪ বছর বয়সী মাউন্ট চেলসির হয়ে ২৭৯ ম্যাচ খেলে ৫৮ গোলের পাশাপাশি সহায়তা করেছেন আরও ৫৩ গোলে। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগও জিতেছেন।এ ছাড়া স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে ২০২০–২১ এবং ২০২১–২২ মৌসুমের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন এই ইংলিশ তারকা। ইউনাইটেডে আলোচিত ৭ নম্বর জার্সিটিও পাচ্ছেন মাউন্ট। এর আগে আলেসান্দ্রো গারনাচোর এই জার্সি পাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত সেটি দেওয়া হলো এই মিডফিল্ডারকে।

চেলসি ছেড়ে ইউনাইটেডে যাওয়ার প্রতিক্রিয়ায় মাউন্ট বলেছেন, ‘যেখানে আপনি বড় হয়েছেন, সেই ক্লাব ছেড়ে অন্য ক্লাবে যাওয়া সহজ ছিল না। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে আমার ক্যারিয়ারের পরবর্তী ধাপের জন্য দারুণ রোমাঞ্চকর চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, দল হিসেবে তারা দারুণ শক্তিশালী। দলটির অংশ হয়ে শিরোপা জয়ের লড়াইয়ে নামার অপেক্ষায় আছি।’

এ সময় ইউনাইটেডের এরিক টেন হাগের অধীনে খেলার জন্যও মুখিয়ে আছেন বলে জানিয়েছেন মাউন্ট, ‘এরিক টেন হাগের অধীন ক্লাবটি কীভাবে সামনের দিকে দারুণভাবে এগিয়ে গেছে তা সবাই দেখেছে। কোচের সঙ্গে দেখা করা এবং পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আমি উন্মুখ হয়ে আছি। আর প্রত্যাশিতভাবে আমি কঠিন পরিশ্রমের জন্য প্রস্তুত আছি। আমি খুবই উচ্চাকাঙ্ক্ষী। আমি জানি বড় শিরোপা জয়ের অনুভূতি কেমন এবং এর জন্য কী করতে হয়। আমি সেই অভিজ্ঞতা ইউনাইটেডে পেতে নিজেকে উজাড় করে দেব।’

আরও পড়ুন

মাউন্টকে পেয়ে আনন্দিত ইউনাইটেডও। ক্লাবটির ফুটবল পরিচালক জন মুরতাগ বলেছেন, ‘ম্যাসন (মাউন্ট) খুবই বুদ্ধিমান খেলোয়াড়। আর টেকনিক্যালিও খুবই দক্ষ একজন, যা আমাদের স্কোয়াডে বাড়তি কিছু যোগ করবে। অনেক দিন ধরে তার প্রতিভার প্রশংসক। তাই আমরা আনন্দিত যে ক্যারিয়ারকে পরের ধাপে নিয়ে যেতে সে ওল্ড ট্রাফোর্ডকে বেছে নিয়েছে।’