ফিরতি লেগে ‘৯ স্ট্রাইকার’ খেলাতে চান গার্দিওলা
চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে কাল রাতে লাইপজিগের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগ সামনে রেখে সংবাদ সম্মেলনে মজা করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। ইতিহাদে ১৫ মার্চ ফিরতি লেগে ‘৯ জন স্ট্রাইকার’ খেলানোর ‘হুমকি’ দিয়ে রাখলেন এই স্প্যানিশ কোচ।
ম্যাচের ২৭ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে গিয়েছিল সিটি। প্রথমার্ধে দাপটের সঙ্গে খেলেও আর গোল পায়নি গার্দিওলার দল। বিরতির পর সুযোগ কাজে লাগিয়ে ৭০ মিনিট ঠিকই গোল আদায় করে নেন লাইপজিগের ইওস্কা গাভারদিওল। বায়ার্ন মিউনিখ কোচের দায়িত্ব পালন করার সুবাদে লাইপজিগের খেলার ধরন জানা ছিল গার্দিওলার।
বুন্দেসলিগায় একসময় দলটির মুখোমুখি হতে হয়েছে। কৌশল অনুযায়ী ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরে সন্তুষ্ট গার্দিওলা। কিন্তু অন্তত আরও একটি গোল করে জয় তুলে নিতে না পারার আক্ষেপটা থেকে গেছে। মজার ছলে সিটি কোচের বলা কথায় সেটাই ফুটে উঠল, ‘ফিরতি লেগে আমি পাগলের মতো ৯ জন স্ট্রাইকারও খেলাতে পারি। তবে আমি এই দেশে (জার্মানি) কোচিং করিয়েছি এবং লাইপজিগকে বিশ্লেষণ করে যেটা বুঝেছি, এমন নিয়ন্ত্রণই দরকার ছিল।’
জার্মান দলটির গতির সঙ্গে পেরে না ওঠার ব্যর্থতা স্বীকার করেছেন গার্দিওলা, ‘পরিবর্তনের মধ্যে থাকায় ওদের (লাইপজিগ) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল আমাদের নেই। ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং গতিও বেশি ছিল। কাইল ওয়াকার ও আর্লিং হলান্ড এ ক্ষেত্রে ব্যতিক্রম। ওদের খেলায় যে গতি ছিল, সেটি আমাদের নেই।’
আশ্চর্যের বিষয় হলো, লাইপজিগের বিপক্ষে গার্দিওলা কোনো বদলি মাঠে নামাননি। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ এমন নজির দেখা গেছে ২০১৮ সালে। সে বছর অক্টোবরে জুভেন্টাসের বিপক্ষে গ্রুপের ম্যাচে কোনো বদলি খেলোয়াড় মাঠে নামায়নি ম্যানচেস্টারেরই আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্ব বিচার করলে কোনো বদলি খেলোয়াড় মাঠে না নামানোর নজির এর আগে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি। সেটি এই শেষ ষোলো প্রথম লেগের মঞ্চেই। লন্ডনে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের জয়ে কোনো বদলি নামাননি বার্সেলোনার তখনকার কোচ লুইস এনরিকে। অর্থাৎ এনরিকের সেই বদলি না নামানোর ঠিক সাত বছর পর আবারও একই নজির দেখা গেল! আর সেই নজিরটি গড়েছেন এনরিকেরই মতো বার্সারই সাবেক খেলোয়াড় ও কোচ গার্দিওলা। পার্থক্য শুধু এনরিকে জিতেছিলেন, গার্দিওলা ড্র করলেন।
জিততে পারলে গার্দিওলার বদলি না নামানোর সিদ্ধান্তের সমালোচনা সম্ভবত হতো না। অবশ্য সিটি কোচ নিজের আত্মবিশ্বাস দেখিয়ে এর জবাবও দিয়েছেন ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে, ‘পাঁচজন বদলি নামাতে পারতাম, তার মানে এই নয় যে সেটা করতেই হবে। কী করতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট ভালো কোচ আমি।’