মেসির মায়ামির রেকর্ডের স্বপ্নে ধাক্কা

মেসির হতাশ মুখই বলে দিচ্ছে দিনটা ভালো যায়নি তাঁরএএফপি

মেসি গোল করবেন বা গোল করাবেন আর ইন্টার মায়ামি জিতবে, এটাই যেন নিয়তি হয়ে গেছে। কিন্তু আজ মেসির গোল নেই, নেই গোলে সহায়তাও, ইন্টার মায়ামিরও তাই জয় নেই! মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আজ নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি।

প্লে-অফে জায়গা নিশ্চিত হয়ে গেছে আগেই, ইন্টার মায়ামি এবার স্বপ্ন দেখছে একটি রেকর্ডের। নিউইয়র্ক সিটির সঙ্গে আজকের ড্রয়ে এক মৌসুমে এমএলএসে সর্বোচ্চ পয়েন্টের সেই রেকর্ডের স্বপ্নে বড় এক ধাক্কাই লেগেছে মেসির মায়ামির।

আরও পড়ুন

প্রতিপক্ষের মাঠে গোল পেতে মায়ামিকে ৭৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৭৫ মিনিটে মায়ামিকে এগিয়ে দেওয়া ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানার গোলটিতে মেসির কোনো অবদান নেই। গোলটি তিনি করেছেন মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবার পাস থেকে।

বল দখলের লড়াইয়ে মেসি
এএফপি

আলবার সহায়তায় করা কাম্পানার গোলে জয় প্রায় পেয়েই যাচ্ছিল মায়ামি। দলটির সমর্থকেরা প্রতিপক্ষের মাঠে জয় উদ্‌যাপনও একপ্রকার শুরু করে দিয়েছিল। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জেমস স্যান্ডসের গোলে সমতায় ফেরে নিউইয়র্ক সিটি এফসি। স্যান্ডস গোলটি করেছেন সান্তিয়াগো রদ্রিগেজের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে।

আরও পড়ুন

এই ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা মায়ামির পয়েন্ট ৩০ ম্যাচে ৬৪। এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে এখনো মায়ামির হাতে ম্যাচ আছে ৪টি। এই ৪ ম্যাচ থেকে অন্তত ১০ পয়েন্ট পেলেই ২০২১ সালে গড়া নিউ ইংল্যান্ড দলের রেকর্ডটি ভেঙে ফেলবে তারা।