কোপা আমেরিকায় কেন ব্রাজিলের খেলা দেখবেন না রোনালদিনিও

ব্রাজিলের এই দলে কিছুই ঠিক নেই, মনে করেন রোনালদিনিওরয়টার্স

এবারের কোপা আমেরিকা ব্রাজিলের জন্য নিজেদের হারানো মর্যাদা ফিরে পাওয়ার মঞ্চ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই শিরোপা জিতে সাম্প্রতিক ব্যর্থতাও ঘুচাতে পারে তারা। সে লক্ষ্যে কোচ দরিভাল জুনিয়রের অধীন প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দলটিকে কোপা আমেরিকার জন্য প্রস্তুত করেছেন দরিভাল।

তবে এই দলের ওপর কোনোভাবেই আস্থা রাখতে পারছেন না বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। বলেছেন, ব্রাজিলের এই দলে কিছুই ঠিক নেই। তাই এবার কোপা আমেরিকায় দলের কোনো ম্যাচও তিনি দেখবেন না।

আরও পড়ুন

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের খেলা নিয়ে বিরক্তি প্রকাশ করেন রোনালদিনিও। দলের কিছুই ঠিক নেই উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। দলে সাহস ও নিবেদনের ঘাটতি আছে। দলটিতে অবশ্য সবকিছুরই অভাব আছে।’

ব্রাজিলের খেলা নিয়ে বিরক্ত রোনালদিনিও
রয়টার্স

এ সময় কোপায় ব্রাজিলের কোনো ম্যাচ দেখবেন না জানিয়ে বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আরও বলেন, ‘সবকিছুই অনুপস্থিত; আকাঙ্ক্ষা, আনন্দ কিছুই নেই। তাদের ভালো ফুটবল খেলা উচিত। আমি কোনো ম্যাচ দেখব না। ব্রাজিলকে ত্যাগ করতে যাচ্ছি।’

আরও পড়ুন

এর আগে ব্রাজিলকে আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে রাখার কথা বলেছিলেন দলের ফরোয়ার্ড রদ্রিগো। এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘হ্যাঁ, আমরা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছি। তারা বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নও বটে। তবে পরিস্থিতি বদলানোর ক্ষমতা আমাদের আছে। আবারও ব্রাজিলকে দক্ষিণ আমেরিকা এবং ব্রাজিলের সেরা দল বানানো সম্ভব।’

কোপায় ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৫ জুন, কোস্টারিকার বিপক্ষে। এরপর প্যারাগুয়ের বিপক্ষে ২৯ জুন এবং ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলবে তারা।

আরও পড়ুন