এবার ছাঁটাই হলেন ব্রাজিলের কোচ দিনিজ

দিনিজকে ছাঁটাই করল ব্রাজিলএক্স

ব্রাজিল ফুটবল দল নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না! এক দিন আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধানের পদে পুনর্বহাল করা হয়েছিল এনদালদো রদ্রিগেজকে। ডিসেম্বরের শুরুতে আদালতের নির্দেশে সরে যেতে হয়েছিল তাঁকে। তবে রদ্রিগেজের সভাপতি পদে ফেরার পরপরই ছাঁটাই হলেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ। সিবিএফ সূত্রের বরাত দিয়ে দিনিজের ছাঁটাই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, সাও পাওলোর বর্তমান কোচ ডরিভাল জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের স্থায়ী কোচ হওয়ার পথে এগিয়ে আছেন। এরই মধ্যে রদ্রিগেজ নাকি সাও পাউলো সভাপতি হুলিও কাসারেসের সঙ্গে কথাও বলেছেন।

আরও পড়ুন

এর আগে গত জুলাইয়ে দিনিজকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় ব্রাজিল। সে সময় ধারণা করা হয়, ২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষ করে কার্লো আনচেলত্তি কোচ হিসেবে আসার আগপর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু রদ্রিগেজকে আদালত সরিয়ে দেওয়ার পর শুরু হয় নাটকের আরেক পর্ব।

২৯ ডিসেম্বর রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে ব্রাজিলের কোচ হওয়া নিয়ে সমস্ত জল্পনার ইতি টেনে দেন আনচেলত্তি। এরপর অবশ্য সর্বোচ্চ আদালত রদ্রিগেজের স্বপদে ফেরার ঘোষণা দেওয়ার পর ছাঁটাই হলেন দিনিজ।

সর্বশেষ আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল
এএফপি

৪৯ বছর বয়সী দিনিজ, যিনি ব্রাজিলের পাশাপাশি রিও ডি জেনিরোর ক্লাব ফ্লুমিনেন্সের দায়িত্বও পালন করছিলেন। সমর্থকদের আশা ছিল দিনিজের অধীন ফিরে আসবে ব্রাজিলের চিরায়ত ‘সাম্বা ফুটবল’ও; যদিও দায়িত্ব নেওয়ার পর তাঁর অধীন মোটেই ভালো খেলতে পারেনি ব্রাজিল। একের পর এক ব্যর্থতায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে ছয় নম্বরে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

দিনিজের অধীন খেলা বাছাই পর্বের ছয় ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল, জিতেছে দুই ম্যাচে এবং ড্র করেছে এক ম্যাচে। তবে দিনিজের সবচেয়ে বড় ব্যর্থতা ধরা হচ্ছে, মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের হার। ঘটনাবহুল সেই ম্যাচে হারের পর ব্রাজিল–সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন দিনিজ। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে বেশ হাস্যরস হয়।

এদিকে ডোরিভালকে ব্রাজিল কোচ হিসেবে চাইলেও সাও পাওলো নাকি তাঁকে যেতে দিতে নারাজ। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, তারা নিজেদের কোচকে বিনা টাকায় যেতে দিতে চায় না। এমনকি ডোরিভালের চুক্তি বাতিলের জন্য সিবিএফের কাছ থেকে তারা নাকি ৯ লাখ ২০ হাজার ডলার ফিও দাবি করেছে। তবে শেষ পর্যন্ত ব্রাজিলের নতুন কোচ হিসেবে কে আসেন তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।