৪১ পেরোনো ইব্রাহিমোভিচ বললেন, ‘এখনো অবসর নেওয়ার সময় হয়নি’
বয়স ৪১ পেরিয়ে গেছে। এই বয়সে বেশির ভাগ ফুটবলার বুট জোড়া তুলে রেখে অবকাশকালীন জীবনের পরিকল্পনা করেন। কিন্তু সবাই যা করেন, তিনিও যদি তা-ই করবেন, তাহলে নাম তাঁর জ্লাতান ইব্রাহিমোভিচ কেন? ইব্রাহিমোভিচ মানেই যে আলাদা কিছু। তাই এই বয়সে এসেও তিনি বলতে পারেন, এখনো অবসর নেওয়ার সময় হয়নি।
এসি মিলানের সঙ্গে ইব্রার যাত্রাটা এখন শেষ হওয়ার অপেক্ষায়। আগামী রোববার হেল্লাস ভেরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের মিলান অধ্যায়ের ইতি টানতে পারেন এই সুইডিশ তারকা। ধারণা করা হচ্ছে, সেই ম্যাচে মিলান ভক্তরা সান সিরোতে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন ইব্রাকে। মিলানের জন্য গুরুত্বহীন হলেও ইব্রার কারণেই এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে ম্যাচটি।
তবে নিজের সম্ভাব্য বিদায়ী ম্যাচে ইব্রার মাঠে নামার সম্ভাবনা নেই। চোটের কারণে গত এপ্রিল থেকেই মাঠের বাইরে আছেন সুইডিশ ফরোয়ার্ড। চোটের কারণে এ মৌসুমে মিলানের জার্সিতে মাত্র ৪ ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছে ইব্রার। চোটের সঙ্গে লড়াই চলতে থাকলেও এখন ফুটবলকে বিদায় বলার কথা ভাবছেন না। একই সঙ্গে নিজেকে ‘সুপারম্যান’ ভাবার কথাও জানিয়েছেন এই তারকা ফুটবলার।
নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে গাজেত্তা দেল্লো স্পোর্তকে ইব্রা বলেছেন, ‘আমি বেশ ভালো আছি। আমি অনেক পরিশ্রম করেছি এবং নিজের ওপর অনেক জোর খাটিয়েছি। শুধু এ বছরই নয়, গত বছরও আমি তা করেছি। আমার মনে হয়, আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। আমি এখনই হাল ছাড়ার কথা ভাবছি না। আপনি যদি জানেন, আপনার কী করতে হবে, কিন্তু সেটা যদি আপনি করতে না পারেন, তাহলে সেটা আপনাকে অশান্তিতে রাখবে। আমি নিজের জীবনে এখনো সঠিক ভারসাম্য খুঁজে পাইনি।’
এখন পর্যন্ত ভারসাম্য খুঁজে না পেলেও মাঠে নামলেই নিজেকে অতিমানব মনে করেন বলেও জানিয়েছেন ইব্রা। নিজের মানসিক দৃঢ়তা নিয়ে বলতে গিয়ে এ সুইডিশ তারকা আরও বলেছেন, ‘মানসিকভাবে আমি খুবই শক্তিশালী। আমার নিজেকে সুপারম্যান বলে মনে হয়, কিন্তু আমার আরও ভারসাম্য প্রয়োজন। জীবনে আমার ভারসাম্য তৈরি করা প্রয়োজন। ভারসাম্য এবং স্থিরতা ছাড়া সব ওলটপালট হয়ে যেতে পারে।’
মিলানকে বিদায় জানানোর অপেক্ষায় থাকলেও এই ক্লাবকে নিজের ঘর মনে করার কথাও জানিয়েছেন ইব্রা। মিলানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে তিনি বলেছেন, ‘মিলান আমার ঘর। কিন্তু নিজের চুক্তি সম্পর্কে আমি কিছুই জানি না। এটা জানা আমার জন্য যথেষ্ট যে আমি মিলানের একজন খেলোয়াড়। তাহলে আমি বুঝতে পারব যে আমাকে কী করতে হবে। এ ছাড়া আর কিছুই আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে যা গুরুত্বপূর্ণ, তা হলো মাঠে ফিরে আসা। নয়তো আনন্দটা হারিয়ে যাবে।’