হলান্ডের জোড়া গোলে জয়ে লিগ শুরু ম্যানচেস্টার সিটির
বার্নলি ০ –৩ ম্যানচেস্টার সিটি
যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরুটা করলেন আর্লিং হলান্ড। আর হলান্ডের ভালো শুরু মানে তো ম্যানচেস্টার সিটিরও শুভ সূচনা।
গত মৌসুমে রেকর্ড ৩৬ গোল করা হলান্ড আজ নতুন মৌসুম শুরু করেছেন জোড়া গোলে। ২৩ বছর বয়সী নরওয়েজীয় তারকার দুই আর রদ্রির এক গোলের সুবাদে ম্যানচেস্টার সিটি ২০২৩-২৪ মৌসুমের লিগ শুরু করেছে বার্নলির বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে।
টার্ফ মুরের ম্যাচটিতে পেপ গার্দিওলা শুরুর একাদশ সাজান পুরোনোদের নিয়ে। ট্রেবল জয়ের পর ইলকায় গুনদোয়ান, রিয়াদ মাহরেজরা চলে গেছেন, দলে এসেছেন ইয়োস্কো গাভার্দিওল আর মাতেও কোভাচিচরা। তবে চোটাক্রান্ত জন স্টোনস ও রুবেন ডায়াস আর ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশের সঙ্গে এ দুজনকেও বেঞ্চে রাখা হয়। আক্রমণে হলান্ডের সঙ্গে পাঠানো হয় হুলিয়ান আলভারেজ, ফিল ফোডেন আর বের্নার্দো সিলভাকে।
তাদের পেছনে অবস্থান নেন কেভিন ডি ব্রুইনা ও রদ্রি হার্নান্দেজ। ম্যাচের চতুর্থ মিনিটে এই দুই মিডফিল্ডারের সৌজন্যে প্রথম গোলের দেখা পেয়ে যান হলান্ড।
ডি বক্সের বাইরে থেকে ডি ব্রুইনার ক্রস খুঁজে নেয় রদ্রিকে, স্প্যানিশ মিডফিল্ডার বল বাড়ালে কাছ থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠিয়ে দেন নরওয়েজীয় তারকা। দলকে মৌসুমের প্রথম গোল এনে দেওয়া হলান্ডের এটি প্রিমিয়ার লিগে ৩৭তম গোল।
এ নিয়ে প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ২০ দলের মধ্যে ১৭টির বিপক্ষেই গোল করলেন হলান্ড। এই গোলটিই আবার হলান্ডকে দারুণ এক মাইলফলকে পৌঁছে দেয়। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি তাঁর ১০০তম গোল। ২০২০ সালের জানুয়ারিতে হলান্ডের অভিষেকের পর থেকে এর চেয়ে বেশি ১১৪ গোল আছে শুধু রবার্ট লেভানডভস্কির।
বার্নলি এবারের প্রিমিয়ার লিগে উঠে এসেছে চ্যাম্পিয়নশিপে ৭ ম্যাচ বাকি রেখে শিরোপা নিশ্চিতের মতো দাপট দেখিয়ে। সাবেক সিটি খেলোয়াড় ভিনসেন্ট কোম্পানির অধীনে খেলা দলটি লিগে ফেরার পর শুরুতে গোল হজম করে ফেললেও একেবারে খেই হারায়নি। ১৮ বছর বয়সী লুকা কোলেওশি আর লাইল ফস্টার বরং হঠাৎ আক্রমণে উঠে পরীক্ষায় ফেলেন সিটি রক্ষণকে।
এর মধ্যে ২৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে যান ডি ব্রুইনা, বদলি হিসেবে সিটির হয়ে অভিষেক ঘটে মাতেও কোভাচিচের। নামার কিছুক্ষণ পর ফোডেনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণ এক আক্রমণও গড়ে তোলেন এই ক্রোয়াট। যদিও গোল পর্যন্ত তা পৌঁছায়নি।
তবে ৩৬ মিনিটে সিটির পক্ষে ব্যবধান ২-০ করে দেন হলান্ড। বক্সের মধ্যে আলভারেজের কাছ থেকে বল পেয়ে হলান্ড দূরের কর্নার লক্ষ্য করে জোরে শট নেন, বল ক্রসবার ছুঁয়ে জালে প্রবেশ করে।
এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা দুই মৌসুমেই প্রথম ম্যাচে জোড়া গোল করলেন হলান্ড। গত বছর তাঁর জোড়া গোলের শিকার হয়েছিল ওয়েস্ট হাম। শুধু দুই মৌসুম নয়, হলান্ড আসলে মৌসুমের প্রথম সপ্তাহে জোড়া গোল করলেন এ নিয়ে চতুর্থবার। ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে যথাক্রমে গ্লাডবাখ ও ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ডর্টমুন্ডের হয়ে।
প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়ায় সিটির জয় নিয়ে সংশয় থাকেনি। দ্বিতীয়ার্ধে বার্নলিও ঘুরে দাঁড়ানোর মতো বিশেষ কিছু করতে পারেনি। ৮০ মিনিটে গার্দিওলা হলান্ডকে তুলে নেওয়ার ৫ মিনিট আগে তৃতীয় গোলও পেয়ে যায় সিটি।
ফোডেনের ফ্রি কিক বার্নলি বক্সে ঢোকার ডিফেন্ডাররা তাৎক্ষণিকভাবে প্রতিহত করে দেন, তবে বিপদমুক্ত করতে পারেননি তারা। প্রায় ফাঁকায় বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি রদ্রি।
শেষ পর্যন্ত ৩-০ ব্যবধান নিয়ে মৌসুমের প্রথম ম্যাচ শেষ করে গত তিনবারের চ্যাম্পিয়নরা।