বসুন্ধরা কিংসের হলো কী! একের পর এক ম্যাচ হারছে। এ মৌসুমে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে ছয় ম্যাচের তিনটিতেই হার। মৌসুম শুরুর আগে থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের তিন ম্যাচেই হেরে ফিরতে হয়েছিল। সব মিলিয়ে দেশে-বিদেশে ৯ ম্যাচের ৬টিই হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়নদের অবস্থা এখন দিশাহারা। আর এই ৯ ম্যাচে ৬ হারই নতুন কোচ রুমানিয়ার ভ্যালেরি তিতের অধীনে।
সর্বশেষ হারের তেতো স্বাদ আজ কিংসকে দিয়েছে আবাহনী লিমিটেড। কুমিল্লায় আবাহনী লিমিটেড বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে ১–০ গোলে। সেই আবাহনী, যারা প্রিমিয়ার লিগে গত ১০ সাক্ষাতে কিংসকে হারাতে পারেনি, ড্র করতে পেরেছিল ২টি, বাকি ৮টিতেই হার। আজ একাদশ সাক্ষাতে এসে অবশেষে কিংসকে হারাতে পেরেছে আকাশি–নীলেরা। সেটাও পুরোপুরি দেশি খেলোয়াড় নিয়ে গড়া দল নিয়ে।
লিগের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কিংস হেরেছিল মোহামেডানের কাছে। তৃতীয় ম্যাচে জেতে রহমতগঞ্জের সঙ্গে। চতুর্থ ম্যাচে সেই কুমিল্লার মাঠেই আবার হারের হতাশা কিংসের। সর্বশেষ ১৭ ডিসেম্বর কিংস হেরেছে ফেডারেশন কাপে ফর্টিস এফসির কাছে। সেটিও নিজেদের মাঠ কিংস অ্যারেনায়। টানা দ্বিতীয় হারের অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয় কিংসের, এর আগেও একবার হয়েছে।
আবাহনীর কাছে কিংস আজ একমাত্র গোলটা খেয়েছে ম্যাচের দ্বিতীয় মিনিটেই। শাহরিয়ারের ক্রস থেকে সুমন রেজার হেডে গোলটি পায় আবাহনী। নিজের সাবেক দলের বিপক্ষে গোলটা জাতীয় দলে আপাতত ব্রাত্য সুমন রেজার কাছে নিজেকে প্রমাণের। কিন্তু গোল শোধের জন্য লম্বা সময় পেয়েও কিংস সেটা পারেনি।
স্কোরলাইন ১-১ করার সুযোগ তারা পেয়েছিল ৫২ মিনিটে পেনাল্টি থেকে। কিন্তু আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দিয়েছেন কিংসের ব্রাজিলিয়ার মিডফিল্ডার ও অধিনায়ক মিগুয়েলের শট। শুধু পেনাল্টি আটকানোই নয়, বারের নিচে পুরো ম্যাচেই আস্থার প্রতীক ছিলেন মিতুল। দলকে মহামূল্যবান তিন পয়েন্ট এনে দিয়ে মিতুলই হয়েছেন ম্যাচসেরা।
১৪ ডিসেম্বর কুমিল্লাতেই লিগ ম্যাচে মোহামেডানের কাছে ১-০ গোলে হেরেছিল আবাহনী। পুরোপুরি দেশি খেলোয়াড় নিয়ে আবাহনী যতটা সম্ভব লড়াই করেছে। আজ আর পরাক্রমশালী কিংসকে হারিয়ে আকাশি–নীলেরা জানান দিয়েছে, দল হিসেবে যা–ই হোক, আবাহনী নামের ভারে এখনো অনেক কিছু করার ক্ষমতা রাখে। আর সেই কৃতিত্ব অবশ্যই পাবেন কোচ মারুফুল হক।
ময়মনসিংহে আজ বাংলাদশ পুলিশ এফসিকে ৩-১ হারিয়েছে মোহামেডান। লিগের প্রথম চার ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন আলফাজ আহমেদের দল। চার ম্যাচে আবাহনীর ৯ পয়েন্ট, কিংসের ৬। পুলিশের ৬ পয়েন্ট।