আর্জেন্টিনাকে নিয়ে যে ভুল করতে চায় না ফ্রান্স

ফ্রান্স অধিনায়ক লরিসছবি: রয়টার্স

ছয় ম্যাচে ৫ গোল, ৩ অ্যাসিস্ট—কাতার বিশ্বকাপে বেশ ছন্দেই আছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথে অবদান আছে ৪ গোল করা হুলিয়ান আলভারেজ, কোয়ার্টার ফাইনাল টাইব্রেকারে দুটি পেনাল্টি শট রুখে দেওয়া এমিলিয়ানো মার্তিনেজ আর মাঝমাঠে খেলা ম্যাক আলিস্টার, রদ্রিগো দি পল আর এনজো ফার্নান্দেজদেরও।

আর্জেন্টিনা দলে ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা রাখার মতো একাধিক খেলোয়াড় থাকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে ফ্রান্স। মেসির প্রতি বিশেষ মনোযোগ দরকার মনে করলেও অন্যদের প্রতিও নজর রাখতে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন অধিনায়ক উগো লরিস, ‘আমি বিশ্বাস করি, শুধু একজন খেলোয়াড়ের দিকে মনোযোগ দেওয়াটা ভুল। কারণ, ফাইনাল হবে দুটি বড় দেশের মধ্যে।’

আরও পড়ুন

ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের সবার দিকে নজর দিতে হবে বললেও মেসিকে আলাদা করে সামাল দেওয়া দরকার বলে মনে করেন ফ্রান্স অধিনায়ক। আজ ফাইনাল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘প্রতিপক্ষ দলে মেসির মতো কেউ থাকলে বিশেষ নজর দিতেই হয়। তবে শুধু ওর দিকে তাকালেই হবে না। কারণ, আর্জেন্টিনা দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছে, তরুণ খেলোয়াড় আছে। ওরা সবাই জেতার জন্য এসেছে।’

অনুশীলনে ফ্রান্স দল
ছবি: রয়টার্স

২০১৮ সালে লরিসদের বিশ্বকাপ জয়ের সময় কোচ ছিলেন দিদিয়ের দেশম। এবারও ডাগআউটে আছেন দুই যুগ আগে অধিনায়ক হিসেবে ট্রফি হাতে তোলা সাবেক এই ফুটবলার। লরিসের পাশে বসে দেশম মন্তব্য করেন, কিছু ফ্রেঞ্চও সম্ভবত মেসির হাতে শিরোপা দেখতে চায়।

তবে লরিস মনে করেন, ফরাসিরা তাঁদের সঙ্গেই আছেন, ‘ফ্রান্সের মানুষ আমাদের সঙ্গেই আছেন। তাঁরা আমাদের সমর্থন দিচ্ছেন। এখানে অন্য কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা সত্যি যে ফুটবল ইতিহাসে মেসি একটা বড় ব্যাপার। তবে ফাইনাল হবে ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যে। দুই দলেই বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে।’