এমবাপ্পের দাবি, তাঁর ক্যারিয়ারে ফ্রান্সের প্রেসিডেন্টের কোনো ভূমিকা নেই
কিলিয়ান এমবাপ্পেকে যেকোনো মূল্যে পিএসজিতে রেখে দিতে চান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এমবাপ্পে যেন পিএসজিতেই খেলেন, সে ব্যাপারে সম্ভব সব ধরনের পদক্ষেপ নেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সম্প্রতি মাখোঁ এমন কথাই বলেছেন।
তার মানে কী, এমবাপ্পের ক্যারিয়ার ফরাসি প্রেসিডেন্টের ইচ্ছা–অনিচ্ছার ওপর নির্ভরশীল? তাঁর সাম্প্রতিক বক্তব্য এমবাপ্পের ক্যারিয়ারে কী ধরনের প্রভাব রাখতে পারে? ফ্রান্স ও জিব্রাল্টারের মধ্যকার ইউরো বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে এমন কিছু প্রশ্নের জবাব দিতে হয়েছে।
এমবাপ্পের কথা, ‘এখন পর্যন্ত কোনো প্রভাব নেই। অন্তত ২০২৩ সালের জুনে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি। আমি আগেও বলেছি, আমি পিএসজিতে খেলতে চাই। প্রেসিডেন্ট মাখোঁও চান আমি পিএসজিতে খেলি। সুতরাং আমরা দুজনই একই জায়গায় দাঁড়িয়ে। আমাদের মধ্যে চাওয়ার ব্যবধান নেই।’
এমবাপ্পে পিএসজিতে থাকবেন, কী থাকবেন না, এ নিয়ে আবারও শঙ্কা দেখা দিয়েছে। চুক্তির মেয়াদ শেষে আগামী বছর ফরাসি তারকা পিএসজি ছেড়ে দিতে চান। এ ব্যাপারে ক্লাবকে একটা চিঠিও দিয়েছেন তিনি। কিন্তু সেই চিঠি সংবাদমাধ্যম ফাঁস হয়ে যাওয়ার পর পিএসজি কর্তৃপক্ষ তাঁকে এবারই কোথাও পাঠিয়ে দিতে চায়। এর বাইরে ক্লাবের চাওয়া চুক্তি নবায়ন। এমন একটা অবস্থায় এমবাপ্পের পিএসজি–অধ্যায় শেষ হয়ে যেতে পারে দ্রুতই।
কিন্তু ফুটবল–পাগল, একই সঙ্গে পিএসজি–ভক্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চান এমবাপ্পে পিএসজিতেই থাকুন। তাঁকে প্যারিসে রাখতে সম্ভব সবকিছুই করতে রাজি আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি এ ব্যাপারে ভূমিকা রাখতে চান। প্যারিসের একটি অনুষ্ঠানে সাধারণ এক নাগরিকের প্রশ্নের জবাবে ফরাসি প্রেসিডেন্ট এমবাপ্পেকে পিএসজিতে রাখার ব্যাপারে নিজের ভূমিকা রাখার কথা বলেন।
নিজের ভবিষ্যৎ নিয়ে পিএসজি তারকা এমবাপ্পে বলেছেন সেই আগের কথাই, ‘আমি আগেই বলেছি, আমার লক্ষ্য পিএসজিতে খেলে যাওয়া। এটাই আমার হাতে একমাত্র বিকল্প। আমি মনে করি, একটা চিঠিতে কারও সমস্যার মধ্যে পড়ার কিছু নেই।’
এমবাপ্পে যা–ই বলুন, নাটক চলছেই। পিএসজি তাঁকে কোন ক্লাবের কাছে ছাড়বে, আলোচনাটা এটা নিয়েই। তিনি কি রিয়াল মাদ্রিদে যাবেন? এমবাপ্পের দাবি, পিএসজিকে তিনি বলেননি যে তিনি রিয়াল মাদ্রিদে যেতে চান। এমনকি তাঁকে বেচে দেওয়ার কথাও তিনি পিএসজিকে বলেননি। ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন এমবাপ্পে।
পিএসজিতে আগামী মৌসুম (২০২৩-২৪) শেষেই ক্লাবটির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে। পিএসজির সঙ্গে তাঁর চুক্তির শর্ত অনুযায়ী, এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও এক বছরের জন্য বাড়াতে পারবেন। সেটি করতে হবে এ বছরের জুলাইয়ের মধ্যেই। কিন্তু এমবাপ্পে আর চুক্তির মেয়াদ বাড়াতে চান না। ফরাসি স্ট্রাইকারের চাওয়া মেয়াদ শেষ করে মুক্ত খেলোয়াড় (ফ্রি এজেন্ট) হিসেবে ক্লাব ছাড়বেন।