ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের গোল উৎসব, শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রও

ইংল্যান্ডের খেলোয়াড়দের আনন্দের মধ্যমণি লরেন জেমসছবি: এএফপি

নারী বিশ্বকাপে আজ চীনকে ৬–১ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলোয় উঠেছে ইংল্যান্ড। মেয়েদের বিশ্বকাপে এর আগে ইংল্যান্ড একবারই এত বড় ব্যবধানে জিতেছিল। ২০০৭ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে। সে ম্যাচে ইংল্যান্ডের জয়ের ব্যবধানও ছিল ৬–১।

অ্যাডিলেডে চীনের জালে জোড়া গোল করেন ইংল্যান্ডের ফরোয়ার্ড লরেন জেমস। জোড়া গোল করার পাশাপাশি তিনটি গোল বানিয়েছেন এই চেলসি তারকা। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট  ‘অপটা জো’ জানিয়েছে, ছেলে ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ন্যূনতম ৫ গোলে সরাসরি অবদান রাখার রেকর্ড গড়েছেন জেমস। ‘ডি’ গ্রুপ থেকে ৩ ম্যাচের সব কটি জিতে ৯ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় উঠল ইংল্যান্ড। মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ নাইজেরিয়া।

আরও পড়ুন

‘ডি’ গ্রুপ থেকে ডেনমার্কও শেষ ষোলোয় ওঠা নিশ্চিত করেছে। পার্থে আজ হাইতিকে ২–০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব পেরিয়েছে ডেনমার্ক। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ২৮ বছর পর প্রথমবারের মতো নারী বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা পেলেন ডেনিশ মেয়েরা। এর আগে ১৯৯৫ নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের কাছে হেরেছিল ডেনমার্ক। শেষ ষোলোয় বিশ্বকাপের সহ–আয়োজক অস্ট্রেলিয়ার বিপক্ষে সোমবার মাঠে নামবে ইংল্যান্ড। ৩ ম্যাচে ১ জয় পাওয়া এশিয়ান চ্যাম্পিয়ন চীনের এই টুর্নামেন্ট থেকে এটাই দ্রুততম বিদায়।

২৮ বছর পর গ্রুপপর্ব পেরিয়ে যাওয়ার আনন্দে মাতোয়ারা ডেনিশ মেয়েরা
ছবি: এএফপি

নারী বিশ্বকাপে আজ আরও দুটি ম্যাচ হয়েছে। অকল্যান্ডে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্রয়ে বড় বাঁচা বেঁচে গেছে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। আর ডানেডিনে ভিয়েতনামকে ৭–০ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস।

র‌্যাঙ্কিংয়ে ২১তম পর্তুগাল এবারই প্রথম নারী বিশ্বকাপ খেলছে। র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ও পেয়ে যেতেন পর্তুগালের মেয়েরা, যদি ভাগ্য একটু সহায় হতো। বদলি হয়ে নামা পর্তুগিজ ফরোয়ার্ড আনা কাপেতা যোগ করা সময়ে বল যুক্তরাষ্ট্রের পোস্টে মারেন। অথচ জিতলেই যুক্তরাষ্ট্রকে বিদায় করে পর্তুগালই উঠত শেষ ষোলোয়।

আরও পড়ুন

৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে যুক্তরাষ্ট্র। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল পর্তুগাল। গ্রুপের তলানির দল ভিয়েতনামের বিদায় নিশ্চিত হয়েছে আগেই।

পর্তুগালের ফরোয়ার্ড জেসিকা সিলভাকে সান্ত্বনা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের মেগান র‌্যাপিনো
ছবি: এএফপি

ডানেডিনে এশিয়ান দল ভিয়েতনামের বিপক্ষে গোল উৎসব করেছেন ডাচ মেয়েরা। এসমে ব্রুটস ও জিল রোয়ার্দ জোড়া গোল করেন। চলতি নারী বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে মরক্কোকে ৬–০ গোলে হারিয়েছে জার্মানি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে নেদারল্যান্ডস। শেষ ষোলোয় ডাচদের প্রতিদ্বন্দ্বী এখনো ঠিক হয়নি। রোববার শেষ ষোলোয় ‘জি’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

আরও পড়ুন