আমোরিমই ইউনাইটেডের প্রধান কোচ
বাতাসে কয়েক দিন ধরে ভাসছিল গুঞ্জনটা। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। পর্তুগিজ রুবেন আমোরিমকেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১১ নভেম্বর প্রধান কোচের দায়িত্ব নিতে লিসবন থেকে ওল্ড ট্রাফোর্ডে যাবেন আমোরিম। ইউনাইটেডের সঙ্গে এই পর্তুগিজ কোচের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত।
গত সোমবার ব্যর্থতার দায়ে ইউনাইটেডের চাকরি হারান ডাচ কোচ এরিক টেন হাগ। ডাচ এই কোচের অধীন চলতি মৌসুমের শুরু থেকেই সংগ্রাম করছিল ‘রেড ডেভিল’রা। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে ইউনাইটেড।
টেন হাগের বিদায়ের পর থেকেই আলোচনায় আসেন আমোরিম। এর আগে ইয়ুর্গেন ক্লপের বিদায় ঘোষণার পর আমোরিমের লিভারপুলে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত খবরটি সত্যি হয়নি। যে কারণে শেষ পর্যন্ত এবার তাঁর ইউনাইটেডে আসার গুঞ্জনটি কোন দিকে মোড় নেয়, সেদিকে দৃষ্টি ছিল সবার।
এক বিবৃতিতে আমোরিমকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড। বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘রুবেন এ মুহূর্তে ইউরোপে রোমাঞ্চ ছড়ানো এবং দারুণভাবে মূল্যায়িত একজন কোচ।’
আমোরিমকে প্রধান কোচ ঘোষণা করলেও আগামী তিন ম্যাচ ইউনাইটেডের ডাগআউট সামলাবেন অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়। টেন হাগের বিদায়ের পর আপৎকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক ডাচ স্ট্রাইকার। এর আগে তিনি টেন হাগের সহকারীর ভূমিকায় ছিলেন। তাঁর অধীন লেস্টার সিটিকে ৫–২ গোলে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউনাইটেড।
২০১৩ সালে কিংবদন্তি কোচ স্যার আলেক্স ফার্গুসন বিদায় নেওয়ার পর থেকে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ইউনাইটেড। একের পর এক কোচ বদলেও সাফল্যের দেখা পায়নি ক্লাবটি। ফার্গুসনের বিদায়ের পর আমোরিম হতে যাচ্ছেন পূর্ণ মেয়াদে ক্লাবটির দায়িত্ব নেওয়া ষষ্ঠ কোচ।
এর আগে এই সপ্তাহে স্পোর্টিং লিসবন জানায় ইউনাইটেড আমোরিমের জন্য ১ কোটি ১০ লাখ ইউরো রিলিজ ক্লজ দিতে রাজি হয়েছে। এ ঘোষণার পর আমোরিমের ইউনাইটেডে যাওয়া ছিল সময়ের ব্যাপার। ২০২০ সালে দায়িত্ব নেওয়ার পর লিসবনকে আমূল বদলে দেন আমোরিম। তাঁর অধীন দুটি লিগ শিরোপাসহ গত ৪ বছরে পাঁচটি ট্রফি জিতেছে পর্তুগিজ ক্লাবটি।