বার্সাকে উয়েফা সভাপতির হুঁশিয়ারি, ‘পরিস্থিতি খুব বিপজ্জনক’
লিসবনে আগামী বুধবার উয়েফার নির্বাহী কমিটির সভা। উয়েফা সভাপতি হিসেবে আলেক্সান্দার সেফেরিনকে পুনরায় নির্বাচিত করার সভা এটি, যেহেতু সংখ্যাগরিষ্ঠ সমর্থন তাঁর পক্ষেই। ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে পুনর্নির্বাচিত হবেন সেফেরিন।
এ সভায় বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ২০০১ থেকে ২০১৮ পর্যন্ত ৭৩ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা) দেওয়ার অভিযোগ নিয়েও কথা বলবেন সেফেরিন। যেহেতু উয়েফা অভিযোগটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
তার আগে স্লোভেনিয়ান সংবাদপত্র ‘একিপা’য় দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে সেফেরিনের প্রতিক্রিয়ায় বোঝা গেল দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তিই হতে পারে বার্সার। কাতালান ক্লাবটির প্রতি হুঁশিয়ারি জানিয়ে সেফেরিন বলেছেন, ‘পরিস্থিতি খুবই বিপজ্জনক।’
আদালতের নথিপত্র অনুযায়ী সংবাদমাধ্যম জানিয়েছে, স্প্যানিশ ফুটবলে রেফারিং কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিক নেগ্রেইরার প্রতিষ্ঠানকে ওই ১৯ বছরে ৮৪ কোটির বেশি টাকা দেয় বার্সা। স্পেনের আইনজীবীরা এ নিয়ে বার্সার বিরুদ্ধে খেলাধুলায় দুর্নীতি ও ব্যবসায়িক কাগজপত্র জালিয়াতির অভিযোগ তুলেছেন। বিচারক তদন্ত করে দেখছেন এ নিয়ে অভিযোগ গঠন করা যায় কি না। বার্সা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, রেফারিকে দিয়ে দুর্নীতি করাতে এই টাকা দেওয়া হয়নি। খেলোয়াড়দের টেকনিক্যাল প্রতিবেদনের জন্য এই টাকা দেওয়া হয়েছে বলে দাবি করা হয় ক্যাম্প ন্যুর ক্লাবটির পক্ষ থেকে।
উয়েফা সভাপতি সেফেরিন এ নিয়ে সেই সাক্ষাৎকারে যা বলেছেন, তা প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’। সেফেরিনের ভাষ্য, ‘দুটি কারণে আমি এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে পারব না। প্রথমত, এটার দায়িত্বে আছে আমাদের স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি। দ্বিতীয়ত, এ বিষয়ে আমি এখনো বিশদ জানি না। তবু কিছু কথা বলতে পারি। আমি যদ্দুর বুঝি, পরিস্থিতি খুবই বিপজ্জনক। এতটাই যে ফুটবলে আমার সংশ্লিষ্টতার মধ্যে এটি অন্যতম গুরুতর বিষয়।’
২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আছে কাতালান ক্লাবটি। অনেকেই মনে করছেন, বার্সা দোষী প্রমাণিত হলে বড় শাস্তিই হতে পারে। লিগ টেবিলে শীর্ষ স্থান থেকে ছিটকে পড়তে হতে পারে কি না, তা এখনো কেউ নিশ্চিত করতে পারেনি।
চ্যাম্পিয়নস লিগের বিকল্প হিসেবে ইউরোপের কুলীন ১২টি ক্লাব মিলে ২০২১ সালের এপ্রিলে বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগ টুর্নামেন্ট নিয়ে আসার ঘোষণা দিয়েছিল, এর মধ্যে ৯ ক্লাব সরেও গেছে। সুপার লিগের স্বপ্ন নিয়ে লড়াই করে যাচ্ছে শুধু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। তবে গোপনে তারাও সুপার লিগের পরিকল্পনায় আছে বলেই গুঞ্জন। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা গত মাসেই সংবাদমাধ্যমে দাবি করেন, ‘বড় দলগুলো সুপার লিগে আগ্রহী। অনেক ইউরোপিয়ান ও ব্রিটিশ ক্লাবের এতে আগ্রহ আছে।’
সাক্ষাৎকারে বিতর্কিত এই সুপার লিগ নিয়েও কথা বলেছেন উয়েফা সভাপতি সেফেরিন, ‘তারা এখনো কিছু করার চেষ্টা করছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, তারা আমাদের সঙ্গে আলোচনা করতে নিজেদের অবস্থানটা আরও ভালো করার চেষ্টা করছে। কিন্তু তারা বুঝতে পারছে না আমাদের এ নিয়ে আলোচনার কোনো জায়গা নেই।’