কোপা দেল রে: আবারও আতলেতিকোয় আটকা রিয়াল

গ্রিজমানের গোলের পর উদ্‌যাপন আতলেতিকোর খেলোয়াড়দেরএএফপি

প্রতিশোধ? তা বলাই যায়।

১০ জানুয়ারি সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৫-৩ গোলে হেরেছিল আতলেতিকো মাদ্রিদ। ৮ দিনের ব্যবধানে টানা দ্বিতীয় ‘মাদ্রিদ ডার্বি’তে সেই হারের প্রতিশোধই নিল নগর প্রতিদ্বন্দ্বীরা। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে কাল রাতে কোপা দেল রে শেষ ষোলো থেকে রিয়ালকে ছিটকে ফেলেছে আতলেতিকো। ৬ গোলের রোমাঞ্চকর এ ম্যাচে আতলেতিকোর জয়ের ব্যবধান ৪-২।

আরও পড়ুন

টানা দুই মাদ্রিদ ডার্বিতে গোল হয়েছে মোট ১৪টি! দুই প্রতিবেশীর মধ্যে টানা দুই ম্যাচে গোলের এমন উৎসব কিন্তু তেমন একটা দেখা যায় না। পরিসংখ্যান বলছে, টানা দুটি অফিশিয়াল মাদ্রিদ ডার্বিতে অন্তত ১৪ গোল সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫০ সালে। ৭৪ বছর আগে টানা দুই ম্যাচে ১৫ গোলের জন্ম দিয়েছিল মাদ্রিদের এই দুই ক্লাব।

নির্ধারিত সময়ে ২-২ সমতা থাকা ম্যাচটিতে আতলেতিকো জয় পায় অতিরিক্ত সময়ে—আতোয়ান গ্রিজমান (১০০ মিনিট) ও রদ্রিগো রিকেলমের (১১৯ মিনিট) গোলে। তার আগে নির্ধারিত সময়ে দুবার ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে রিয়াল। ৩৯ মিনিটে প্রতি–আক্রমণ থেকে উইঙ্গার স্যামুয়েল লেনোর গোলে এগিয়ে গিয়েছিল আতলেতিকো। এ গোলে রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগারেরও ‘অবদান’ আছে। বল ‘ক্লিয়ার’ করতে কিক নিতে গিয়ে গড়বড় করে ফেলেন এই জার্মান। সেখান থেকে বল পেয়ে গোল করতে লেনোর কোনো অসুবিধা হয়নি।

এই হারে রিয়ালের অপরাজিত থাকার ধারায় ছেদ পড়ল
এএফপি

কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আতলেতিকো গোলকিপার ইয়ান ওবলাকের ভুলে সমতায় ফেরে রিয়াল। লুকা মদরিচের ফ্রি কিক ‘ক্লিয়ার’ করতে গিয়ে বল নিজের জালেই জড়ান ওবলাক।

ম্যাচের তৃতীয় গোলের উৎসও ‘ভুল’—৫৭ মিনিটে রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার নিজেদের রক্ষণভাগে পাঠানো বাজে পাস ধরে সহজ গোল করেন আতলেতিকো স্ট্রাইকার আলভারো মোরাতা। ৮২ মিনিটে খুব কাছ থেকে গোলের আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন এই স্প্যানিশ তারকা। সেখান থেকে বল পেয়ে প্রতি–আক্রমণে ওঠে রিয়াল।

আরও পড়ুন

জুড বেলিংহামের ক্রস থেকে গোল করে রিয়ালকে আবারও সমতায় ফেরান হোসেলু। ম্যাচে আতলেতিকো তৃতীয়বার এগিয়ে যায় অতিরিক্ত সময়ে গ্রিজমানের মাধ্যমে। ভিনিসিয়ুসের কাছ থেকে বল কেড়ে মাঝমাঠ থেকে দৌড়ে বক্সে ঢুকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন গ্রিজমান। ১১৯ মিনিটে রিকেলমের গোলে জয়ের ব্যবধানটা আরেকটু বড় করেছে আতলেতিকো।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার পর হারল রিয়াল। এ মৌসুমে কার্লো আনচেলত্তির দল হেরেছে দুই ম্যাচ; দুটিই আতলেতিকোর বিপক্ষে তাঁদেরই মাঠে। হারের পর রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমরা কয়েক দিন আগেই তাদের হারিয়েছি। এ ম্যাচে আমরা পরিপূর্ণ ফুটবল খেলেছি এবং কঠিন লড়াই করেছি শক্তিশালী দলের বিপক্ষে।’ রিয়ালের খেলোয়াড়দের মধ্যে গোল করার চেষ্টার অভাব ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে আনচেলত্তি সোজাসাপটাই বলেছেন, ‘দুটো গোল করেছি। দুটো পোস্ট লেগেছে এবং একটি গোল বাতিলও হয়েছে। এর চেয়ে বেশি আর কিছু করা যেত না।’

ইউনিওনিস্তাসের জালে গোল করছেন ফেরান তোরেস
এএফপি

বার্সেলোনা ৩-১ ইউনিওনিস্তাস

স্প্যানিশ ফুটবলে তৃতীয় স্তরের দল ইউনিওনিস্তাসকে হারিয়ে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে উঠেছে জাভি হার্নান্দেজের বার্সেলোনা। ৩১ মিনিটে আলভারো গোমেজের গোলে ইউনিওনিস্তাসই ম্যাচে এগিয়ে গিয়েছিল। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সা। বিরতির পর জুলস কুন্দে ও আলেহান্দ্রো বালদের গোলে জয় তুলে নেয় বার্সা।

জয়ের পর ‘মুভিস্টার’কে বার্সার রাইটব্যাক কুন্দে বলেছেন, ‘হারের পর ঘুরে দাঁড়ানোর প্রয়োজন ছিল এবং কোপা জেতাও আমাদের লক্ষ্য। কোচের সমালোচনা করাই যায়, তবে মাঠে কিন্তু আমরাই খেলি।’ এ ম্যাচে মাঠে নামার আগে সৌদি আরবে ১৪ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সা। কোচ জাভি হার্নান্দেজের সমালোচনাও শুরু হয়েছিল।

কারণ, লা লিগায় পয়েন্ট টেবিলেও তেমন সুবিধাজনক অবস্থানে নেই বার্সা। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ। জাভি বলেছিলেন, খেলোয়াড়েরা তাঁর ওপর আস্থা রাখতে না পারলে নিজের ব্যাগ গুছিয়ে বাড়িতে ফিরবেন। গতকাল রাতের জয়ে একটু হলেও আত্মবিশ্বাস ফিরে পাবে জাভির বার্সা।

আরও পড়ুন