২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ফিফা দ্য বেস্টের সেরা ১৪ জনে নেই রোনালদো

আল নাসরের অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদোছবি: রয়টার্স

২০২২ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ১৪ ফুটবলার। বিশ্বকাপজয়ী লিওনেল মেসির পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে, নেইমার, আর্লিং হলান্ডদের নিয়ে গড়া মনোনয়ন তালিকায় নেই ক্রিস্টিয়ানো রোনালদো। ভোটাভুটি শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ফিফা জানিয়েছে, ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে মনোনয়নের ক্ষেত্রে ২০২১–২২ মৌসুমের শুরু থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত পারফরম্যান্সকে আমলে নেওয়া হয়েছে।

মনোনয়নে প্রত্যাশিতভাবেই বিশ্বকাপজয়ী মেসি আছেন। আছেন মেসির আর্জেন্টাইন সতীর্থ ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজও।

সিটিতে খেলা ফুটবলারদের মধ্যে বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা আর আর্লিং হলান্ডও আছেন সেরার দৌড়ে। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে আরেকজন হচ্ছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

আরও পড়ুন

সবচেয়ে বেশি আছেন পিএসজি থেকে। মেসি, এমবাপ্পে ও নেইমারের সঙ্গে মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। চ্যাম্পিয়নস লিগের বর্তমান শিরোপাধারী রিয়াল মাদ্রিদের আছেন তিনজন—লুকা মদরিচ, ভিনিসিয়ুস জুনিয়র ও করিম বেনজেমা। মনোনীতদের মধ্যে সবচেয়ে কম বয়সী বরুসিয়া ডর্টমুন্ডের ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহাম।

ফিফার সদস্যদেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকেরা ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট দেবেন।

সেরা খেলোয়াড়ের মনোনয়ন যাঁরা পেলেন

হুলিয়ান আলভারেজ, জুডে বেলিংহাম, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হলান্ড, আশরাফ হাকিমি, রবার্ট লেভানডভস্কি, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লুকা মদরিচ, নেইমার, মোহাম্মদ সালাহ ও ভিনিসিয়ুস জুনিয়র

সেরা কোচের মনোনয়ন পেলেন যাঁরা

কার্লো আনচেলত্তি, দিদিয়ের দেশম, পেপ গার্দিওলা, ওয়ালিদ রেগরাগুই ও লিওনেল স্কালোনি।