৪৮ দলের বিশ্বকাপ। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে তিন স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। অন্য ৪৫টি দল বেছে নেওয়া হবে বাছাইপর্ব থেকে। বাছাইপর্ব শুরু হয়েছে অনেক আগেই। এখনো কোনো দল বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি। তবে আজই বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বের টিকিট কাটা প্রথম দলটিকে পেয়ে যাতে পারে ২০২৬ বিশ্বকাপ।
‘প্রথম’ হওয়ার সুযোগ জাপানের
বাংলাদেশ সময় বিকেলে ঘরের মাঠে বাহরাইনকে হারালেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলবে জাপানিরা। গত সেপ্টেম্বরে বাহরাইনকে প্রথম দেখায় ৫-০ গোলে হারানো জাপান আজ জিতলে গ্রুপের তৃতীয় দলের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে যাবে। এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে ১৮টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট।
এ মুহূর্তে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে জাপান। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আজ খেলবে ৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে। ইন্দোনেশিয়া, সৌদি আরব, বাহরাইন ও চীন—এই চার দলেরই সমান ৬ পয়েন্ট।
এশিয়া থেকে এই মার্চেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলতে পারে ইরানও। এ মাসে ‘এ’ গ্রুপের শীর্ষ দলটির দুটি ম্যাচ উজবেকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। দুই ম্যাচ জিতে গেলেই নিশ্চিত হয়ে যেতে পারে ইরানের আরেকবার বিশ্বকাপ খেলা। ‘বি’ গ্রুপের শীর্ষ দল দক্ষিণ কোরিয়ার সুযোগ আছে টানা ১১তম বারের মতো বিশ্বকাপের টিকিট কেটে ফেলার। এ মাসে দক্ষিণ কোরিয়া খেলবে ওমান ও জর্ডানের বিপক্ষে।
এশিয়া থেকে এ মাসেই বিশ্বকাপে সুযোগ পেয়ে যেতে পারে উজবেকিস্তান ও ইরাক।
ওশেনিয়ার একটি জায়গা কাদের
ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়ে যাচ্ছে ২৪ মার্চ। নকআউট তিনটি ম্যাচ শেষে জানা যাবে এ অঞ্চল থেকে সরাসরি চূড়ান্ত পর্বে কারা যাবে। আগামীকাল ওয়েলিংটনে দুটি সেমিফাইনাল। এর একটিতে স্বাগতিক নিউজিল্যান্ড খেলবে ফিজির বিপক্ষে, অন্যটিতে তাহিতির প্রতিপক্ষ নিউ ক্যালিডোনিয়া। বিজয়ীরা ২৪ মার্চ মুখোমুখি হবে ফাইনালে। অকল্যান্ডের সেই ফাইনালে যারা জিতবে, তারা পারে ২০২৬ বিশ্বকাপের টিকিট। অন্য দিকে রানার্সআপ দলটি অপেক্ষায় থাকবে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলার।
আর্জেন্টিনার সুযোগ ঝামেলা মেটানোর
দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপে যাবে ছয়টি দল। সপ্তম দলটি সুযোগ পাবে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সুযোগ মার্চের দুটি ম্যাচ জিতেয়েই বিশ্বকাপের টিকিট কাটার ঝামেলা মিটিয়ে ফেলার। বাংলাদেশ সময় কাল সকালে উরুগুয়েকে হারালে এবং এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও হারিয়ে দিতে পারলে দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে চূড়ান্ত পর্বে যাবে তিনবারের চ্যাম্পিয়নরা।
অন্য মহাদেশের কী অবস্থা
আফ্রিকা ও উত্তর আমেরিকার কোনো দলের এ মাসে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ নেই। অন্যদিকে ইউরোপের বাছাইপর্ব শুরুই হচ্ছে এ মাসে।