এবার ল্যাপটপ-কাণ্ডে হলুদ কার্ড দেখলেন মরিনিও

জোসে মরিনিও এখন তুর্কি ক্লাব ফেনেরবাচের কোচএএফপি

জোসে মরিনিও আর বিতর্ক—সমার্থক শব্দই বলা চলে। বিতর্কের সঙ্গে হাত ধরাধরি করেই পথ চলতে পছন্দ করেন পর্তুগিজ কোচ। সেই মরিনিও এবার নতুন বিতর্কে জড়ালেন তুরস্কে। আর নতুন সেই বিতর্কে অভিনব উপায়েই জড়িয়েছেন স্পেশাল ওয়ান।

মরিনিওর সেই ল্যাপটপ
স্ক্রিন শট

ঘটনাটা তুরস্কের সুপার লিগে ফেনেরবাচে-আনতালিয়াস্পোর ম্যাচ চলাকালের। অফসাইডের কারণে ফেনেরবাচের স্ট্রাইকার এডিন জেকোর গোল বাতিল হওয়াটা মানতে পারেননি দলটির কোচ মরিনিও। জেকো যে অফসাইড ছিলেন না, সেটি প্রমাণ করতে অভিনব কাণ্ডই করেছেন এরপর। মরিনিও নিজের ল্যাপটপটাকে একটি টিভি ক্যামেরার সামনে রাখেন। ল্যাপটপের স্ক্রিনে তখন ওই ঘটনার একটি স্থিরচিত্র ছিল।

রেফারি চিহান আইদিন মরিনিওর এই প্রতিবাদ ভালোভাবে নেননি। ফেনেরবাচে কোচকে হলুদ কার্ড দেখিয়েছেন। এই গোল বাতিল হলেও ম্যাচটি পুরো ৩ পয়েন্ট নিয়েই শেষ করেছে মরিনিওর দল। ফেনেরবাচে জিতেছে ২-০ গোলে।

আরও পড়ুন