২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বার্সেলোনার পাঁচে লেভার দুই

বার্সার বড় জয়ে দুর্দান্ত লেভাফেসবুক

বার্সেলোনা ৫: ০ ইয়াং বয়েজ

চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিল বার্সেলোনা। ১০ জন নিয়ে চেষ্টা করেও মোনাকোর বিপক্ষে সেদিন জিততে পারেনি তারা। ইয়াং বয়েজের বিপক্ষে আজকের ম্যাচটা তাই বার্সার জন্য শুধু জয়ে ফেরারই ছিল না, ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও। ঘরের মাঠে সেই আত্মবিশ্বাস ফেরানো জয়টাই পেয়েছে হানসি ফ্লিকের দল। ইয়াং বয়েজের বিপক্ষে বার্সার জয় ৫–০ গোলের ব্যবধানে।

ক্যাম্প ন্যুতে বার্সা শুরু থেকেই খেলেছে ফেবারিটের মতো। বলের ওপর পূর্ণ দখল রেখে প্রতিপক্ষকে রীতিমতো নাকানি খাইয়ে ছেড়েছে কাতালান ক্লাবটি। এদিন বার্সার এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৮ মিনিট। শুরুটা করেন রবার্ট লেভানডফস্কি। যিনি পরে নিজের দ্বিতীয় গোলও আদায় করে নেন। অন্যদের মধ্যে গোল করেন রাফিনিয়া ও ইনিগো মার্তিনেজ।  

আরও পড়ুন

এদিন বার্সার প্রথম গোলটি ছিল দলীয় আক্রমণের দুর্দান্ত এক দৃষ্টান্ত। ছোট ছোট পাসে দারুণভাবে আক্রমণ গড়ে তোলার পর লেভানডফস্কির উদ্দেশে বল বাড়ান রাফিনিয়া। গোলের খাতায় নাম লেখানোর জন্য লেভার টোকাটাই শুধু যথেষ্ট ছিল।

এগিয়ে গিয়েও আক্রমণের ধারা থেকে সরে আসেনি বার্সা। দারুণ সব আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে থাকে তারা। বিশেষ করে বল পায়ে দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামাল ছিলেন এক কথায় অসাধারণ। প্রতিপক্ষের বক্সের ভেতর ড্রিবলিংয়ের জাদুতে মুগ্ধতাও ছড়িয়েছেন এই স্প্যানিশ তারকা।

গোলের পর রাফিনিয়ার উদ্‌যাপন
ফেসবুক

বার্সা আক্রমণাত্মক ফুটবলের সামনে ইয়াং বয়েজ একরকম কোণঠাসা হয়ে পড়ে। মূলত বার্সার আক্রমণ ঠেকিয়েই সময় পার করছিল তারা। যদিও ৩৪ মিনিটে ভেঙে যায় বয়েজের প্রতিরোধের দেয়াল। ৩৪ মিনিটে বক্সের ভেতর পেদ্রির শট প্রতিহত হলেও ফিরতি শট জালে জড়ান রাফিনিয়া। ৩ মিনিটের ব্যবধানে লিড ৩–০ করে কাতালান ক্লাবটি। এবার ফ্রি–কিক থেকে হেডে গোল করেন ইনিগো মার্তিনেজ। কাছাকাছি গিয়ে আটকে না গেলে অবশ্য প্রথমার্ধে এই ব্যবধান আরও বাড়াতে পারত বার্সা। 

আরও পড়ুন

বিরতির একটু পরই নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন লেভা। অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই পোলিশ স্ট্রাইকার। এরপর ৮০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ায় বয়েজ। শেষ দিকে সান্ত্বনা হিসেবে একটি গোল শোধ করে ইয়াং বয়েজ। যদিও সে গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। চ্যাম্পিয়নস লিগে বার্সা পরবর্তী ম্যাচ খেলবে ২৩ অক্টোবর রাতে। সেদিন তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের।