ইউরোয় জাদু দেখানো ওলমোর বার্সায় প্রত্যাবর্তন
২০০৭ থেকে ২০১৪—এই সাত বছর বার্সেলোনার যুব দলে তৈরি করেছিলেন নিজেকে। এরপর ডিনামো জাগরেভের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন দানি ওলমো। ২০২০ সাল পর্যন্ত ছিলেন সেখানেই। এরপর যান জার্মান ক্লাব লাইপজিগে। যেখানে পাঁচ মৌসুম কাটানোর পর আবারও ফিরে এলেন নিজের শৈশবের ক্লাব বার্সেলোনায়।
গত মাসে শেষ হওয়া ইউরোতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ওলমো। চোটে পড়া পেদ্রির জায়গায় সুযোগ পেয়ে স্পেনের শিরোপা জয়েও রেখেছেন দারুণ অবদান। তখন থেকেই তাঁর বার্সায় প্রত্যাবর্তনের খবর গুঞ্জন শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত সত্যি হলো। ৬ কোটি ইউরোতে ৬ বছরের জন্য বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
লাইপজিগে ওলমোর বাইআউট ক্লজ ছিল ৬ কোটি ইউরো। সেটির মেয়াদ অবশ্য পেরিয়ে গিয়েছিল। তবে এরপরও লাইপজিগ কম দামে তাঁকে ছাড়তে রাজি ছিল না। শেষ পর্যন্ত লাইপজিগের চাওয়া পূরণ করেই তাঁকে কিনেছে বার্সা।
বার্সার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবশ্য লাইপজিগকে বিদায় জানিয়ে দেন ওলমো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তিনি বলেন, ‘একটি তরুণ ক্লাব ও তরুণ খেলোয়াড় হিসেবে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। আমরা প্রথম শিরোপা জিতেছি ও একসঙ্গে ইতিহাস লিখেছি। দুটি কাপ, একটি সুপার কাপ ও দারুণ কিছু মুহূর্ত আমি সব সময় হৃদয়ে জড়িয়ে রাখব। আমাকে তোমাদের অংশ হতে দেওয়ায় ধন্যবাদ।’
আর বার্সায় আসার অনুভূতি জানাতে গিয়ে ওলমো বলেন, ‘বার্সা সমর্থকেরা সোমবার তোমাদের সঙ্গে দেখা হওয়ার জন্য আমি প্রস্তুত।’ সোমবার হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে মোনাকোর বিপক্ষে খেলবে বার্সা। সেই ম্যাচ দিয়েই হয়তো বার্সার হয়ে আনুষ্ঠানিকভাবে মাঠের যাত্রা শুরু করবেন এই তরুণ।