‘সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক আপনাদের জিকো’
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান (জিকো) ছিলেন দুর্দান্ত। কুয়েতের একের পর এক আক্রমণ ব্যর্থ করে দিচ্ছিলেন অবিচল আস্থায়। শুধু কুয়েতের বিপক্ষেই নয়, সাফের গ্রুপ পর্যায়ের তিন ম্যাচেও দারুণ খেলেছেন। চমৎকার নৈপুণ্যের পুরস্কারটা পেয়ে গেলেন হাতে হাতেই। সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান।
গতকাল ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে হারিয়ে আবারও সাফের শিরোপা জিতেছে স্বাগতিক ভারত। ফাইনালে তাদের গোলরক্ষক গুরপ্রীত সিং টাইব্রেকারে একটি শট ঠেকিয়েছেন। কিন্তু তারপরও ফাইনাল শেষে সাফের সেরা গোলরক্ষক হিসেবে নাম ঘোষণা হয়েছে আনিসুর রহমানের। কুয়েতের বিপক্ষে তাঁর অতিমানবীয় পারফরম্যান্সই এনে দিয়েছে সেরা গোলরক্ষকের পুরস্কার। সেরা গোলরক্ষক হওয়ার পর কাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে আনিসুর রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক।’ এরপর সেই পোস্টের মন্তব্যে আনিসুর রহমান লিখেছেন, ‘তাদেরকে বলে দিয়েন সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক আপনাদের জিকো।’
সাফে বাংলাদেশের চার ম্যাচে ৫ গোল হয়েছে আনিসুর রহমানের বিপক্ষে। প্রথম ম্যাচে লেবানন ২-০ গোলে হারায় বাংলাদেশকে। এরপর বাংলাদেশ মালদ্বীপকে ৩-১ ও ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফ ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে ১০৭ মিনিট আনিসুর রহমান ছিলেন দুর্ভেদ্য প্রাচীর। সেমিতে কুয়েতের গোলের আগে আনিসুর রহমানের বেশ কয়েকটি সেভ হয়ে থাকবে স্মরণীয়।
ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে খেলেন আনিসুর রহমান। ২০২০ সালে জাতীয় দলের হয়ে প্রথম খেলেন। কাতারের দোহায় বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিক কাতারের বিপক্ষে একটি ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হারলেও আনিসুর রহমান সেদিন সবার নজর কেড়েছিলেন তাঁর পারফরম্যান্স দিয়ে। সেদিন থেকেই জাতীয় দলের গোলবারে এক নম্বর পছন্দ তিনি। দেশের হয়ে খেলেছেন ২৪টি আন্তর্জাতিক ম্যাচ।