আর্সেনালকে প্রথম হারের ‘স্বাদ’ দিল বোর্নমাউথ

বোর্নমাউথের কাছে হারের হতাশা আর্সেনালেরএএফপি

প্রিমিয়ার লিগে আজ ছিল দু দলের ১৫তম দেখা। আগের ১৪ বারের মধ্যে ১১ বারই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিল আর্সেনাল। এর মধ্যে সর্বশেষ চার ম্যাচের প্রতিটিতে মোট ১৩ বার বোর্নমাউথের জালে বল পাঠিয়েছে মিকেল আরতেতার দল। বিপরীতে বোর্নমাউথ বাকি যে তিন ম্যাচে পয়েন্ট নিতে পেরেছে (২ ড্র, ১ জয়), সবই ছিল নিজেদের মাঠে।

আজ সেই ভাইটালিটি স্টেডিয়ামে আরও একবার আর্সেনালকে আটকাল বোর্নমাউথ। প্রিমিয়ার লিগের শিরোপা-প্রত্যাশীরা বোর্নমাউথের কাছে হেরেছে ২-০ গোলে। চলতি ২০২৪-২৫ মৌসুমে এটি আর্সেনালের প্রথম হার।

আর্সেনাল ম্যাচে বড় ধাক্কা খায় ৩০তম মিনিটে। বোর্নমাউথের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসনকে ফাউল করে লাল কার্ড দেখেন উইলিয়াম স্যালিভা। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন, তবে ভিএআরের হস্তক্ষেপে পরে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখানো হয়। ম্যাচের পরের এক ঘণ্টা ১০ জন নিয়েই খেলতে হয়েছে আর্সেনালকে।

উইলিয়ান স্যালিভার এই হলুদ কার্ডই পরে লালে পরিণত হয়
এএফপি

বোর্নমাউথ দুটি গোলই করে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৭০তম মিনিটে জাস্টিন ক্লুইভার্টের বাঁ থেকে নেওয়া নিচু কর্নার নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়ান রায়ান ক্রিস্টি। ৭৯তম মিনিটে পরের গোলটি আসে ক্লুইভার্টের পা থেকে। আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া ইভানিলসনকে ফাউল করলে পেনাল্টি পায় বোর্নমাউথ। সহজেই বল জালে জড়িয়ে স্বাগতিকদের ২-০ ব্যবধানে এগিয়ে দেন ডাচ মিডফিল্ডার ক্লুইভার্ট।

আরও পড়ুন

এই হারে অন্তত এক দিনের জন্য প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হলো আর্সেনালের। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আরতেতার দল এখন তিন নম্বরে। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে, ১৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে।