নেইমারবিহীন ব্রাজিলের সামনে যত চ্যালেঞ্জ

কলম্বিয়া ম্যাচের আগে অনুশীলনে ব্রাজিলইনস্টাগ্রাম

লম্বা বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। বাংলাদেশ সময় শুক্রবার সকালে লাতিন জায়ান্ট ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দলগুলোর একটি ব্রাজিল বর্তমানে কঠিন সময় পার করছে। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এখন পর্যন্ত ছন্দ খুঁজে পায়নি তারা। লম্বা সময় ধরে ছিল কোচ নিয়োগ নিয়ে টানাপোড়েনও।

নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত গত বছর দরিভাল জুনিয়রকে নিয়োগ দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন কোচও অবশ্য এখনো আশাবাদী হওয়ার মতো কিছু করে দেখাতে পারেননি। দরিভালের অধীনেই কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল।

আর বিশ্বকাপ বাছাইপর্বেও খুব একটা ভালো করতে পারেনি তারা। একের পর এক ব্যর্থতায় বর্তমানে ব্রাজিলের অবস্থান ১০ দলের মধ্যে ৫ নম্বরে। ১২ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ১৮। এমন পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে কাল থেকে নতুন এক অধ্যায় শুরু করবে ব্রাজিল। তবে এই অধ্যায়ে ব্রাজিলকে মুখোমুখি হবে বেশ কিছু চ্যালেঞ্জেরও।

নেইমারের থাকা, না থাকা

এই মুহূর্তে ব্রাজিলের অন্যতম বড় দুশ্চিন্তার নাম নেইমার। ফিট নেইমার ব্রাজিলের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ তারকা। এখনো নিজের সেরা দিনে যেকোনো প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিতে পারেন এই ফরোয়ার্ড। কিন্তু ‘ফিট নেইমার’ বিষয়টাই এখন যেন মিথের মতো। কাতার বিশ্বকাপের পর থেকে একের পর এক চোটে ভুগেছেন নেইমার। এমনকি কদিন আগে ব্রাজিল দলে ফেরার আগে মাঠের বাইরে ছিলেন ১৬ মাস। কিন্তু সেই ফেরাও পূর্ণতা পেল না।

আরও পড়ুন

মাঠে নামার আগেই চোটের কারণে আবার ছিটকে গেলেন সান্তোসে খেলা এই তারকা। এখন পরিস্থিতি এমন যে নেইমারকে ছাড়াই ব্রাজিলকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে। নেইমারের দলে থাকাকে বোনাস ধরে নিয়েই মূলত কৌশল ঠিক করতে হবে দরিভালকে। কাজটা মোটেই সহজ হবে না। কিন্তু এর কোনো বিকল্পও ব্রাজিলের হাতে নেই।  

অনুশীলনে ব্রাজিল কোচ দরিভাল
ইনস্টাগ্রাম

ভিনিসিয়ুস ব্রাজিলের হবেন কবে

বর্তমান সময়ের অন্যতম সেরা তারকাদের তালিকায় নিশ্চিতভাবেই থাকবেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের হয়ে বল পায়ে রীতিমতো জাদু দেখাতে পারেন এই উইঙ্গার। এরই মধ্যে ফিফা বর্ষসেরা ফুটবলের পুরস্কারও জিতেছেন ভিনি। কিন্তু ক্লাবের জার্সিতে দুর্দান্ত ভিনিসিয়ুস জাতীয় দলে এলেই ঢাকা পড়েন নিজের ছায়াতে।

আরও পড়ুন

ব্রাজিলের হলুদ জার্সিতে এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ভিনি। জাতীয় দল ব্রাজিলের হয়ে ৩৭ ম্যাচে করেছেন মাত্র ৫ গোল। গত বছর কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল না করলে এই পরিসংখ্যান আরও বিবর্ণ হতে পারত।

এখন ব্রাজিলকে যদি সঠিক পথে ফিরতে হয়, তবে অবশ্যই ভিনিসিয়ুসকে সেরা ছন্দে ফিরতে হবে। নেইমার না থাকলে ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা তিনিই। তাই দলের প্রয়োজনে ভিনিসিয়ুস জ্বলে উঠতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।

ব্রাজিলের অনুশীলনে ভিনিসিয়ুস
ইনস্টাগ্রাম

হলুদ কার্ডের ফাঁড়া

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের সবচেয়ে বড় আতঙ্কের নাম হলুদ কার্ড। ব্রাজিল দলের ৯ জন খেলোয়াড়ের নামের পাশে হলুদ কার্ড আছে। যে তালিকায় আছেন ভিনিসিয়ুস, রদ্রিগো, রাফিনিয়া ও মাথাউস কুনিয়ার মতো তারকা।

এখন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তাঁদের কেউ কার্ড দেখলে দর্শক হয়ে থাকতে হবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে, যা ব্রাজিলের জন্য মোটেই ভালো সংবাদ নয়। এখন কার্ডের ফাঁদ এড়িয়ে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ঠিকঠাকভাবে শেষ করাই হবে ব্রাজিলের মূল চ্যালেঞ্জ।

আরও পড়ুন

সমন্বয়হীনতা

নেইমার না থাকলেও ব্রাজিল দলের তারকার অভাব নেই। ভিনিসিয়ুস, রাফিনিয়া, রদ্রিগোরা সময়ের অন্যতম সেরা তারকা। কিন্তু শুধু আক্রমণভাগেই নয়, রক্ষণ ও মিডফিল্ডেও ব্রাজিল যথেষ্ট শক্তিশালী। কিন্তু এত তারকার মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট।

বিশেষ করে প্রেসিং–নির্ভর প্রতিপক্ষের সামনে খুব একটা সুবিধা করতে পারছে না ব্রাজিল। চাপের মুখে তাল রাখতে না পেরে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ হারতে দেখা গেছে দলটিকে। এই পরিস্থিতিতে কোচ দরিভালের চ্যালেঞ্জ দলের সমন্বয় ফিরিয়ে আনা এবং খেলোয়াড়দের সেরাটা বের করে আনা।

বিপদের নাম কলম্বিয়া

এ বছরের নতুন অধ্যায়টা ব্রাজিল শুরু করছে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে কলম্বিয়া। কোপা আমেরিকায় ব্রাজিল, উরুগুয়ের মতো দেশকে পেছনে ফেলে ফাইনালেও খেলেছে তারা।

পাশপাশি সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্সও ভালো নয়। শেষ দুই ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি তারা। একটি হারের পাশাপাশি ড্র করেছে অন্য ম্যাচে। এখন আবার কলম্বিয়া–চ্যালেঞ্জের সামনে ব্রাজিল। এ দফায় কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল জয়ে ফিরতে পারে কি না, সেটিই আপাতত দেখার অপেক্ষা।