বেলজিয়াম ০: ০ ইউক্রেন
স্লোভাকিয়া ১: ১ রোমানিয়া
দুর্ভাগা নয়তো কী! ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে ইউরোর শেষ ষোলোয় উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে উঠেছে নেদারল্যান্ডস। ‘সি’ গ্রুপের দুই দল ডেনমার্ক ও স্লোভেনিয়ার জন্য তো ৩ পয়েন্টই যথেষ্ট ছিল।
কিন্তু ৪ পয়েন্ট পেয়েও ‘ই’ গ্রুপের বাকি দলগুলোর থেকে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ইউক্রেনকে বিদায় নিতে হলো। যুদ্ধবিধ্বস্ত দেশটির ফুটবলারদের হতাশায় ডুবিয়ে এই গ্রুপ থেকে নকআউট পর্বে পৌঁছে গেল বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়া।
স্টুটগার্টে আজ কেভিন ডি ব্রুইনা-রোমেলু লুকাকুদের বেলজিয়ামের সঙ্গে বুক চিতিয়ে লড়ে গোলশূন্য ড্র করেছে ইউক্রেন। ফ্রাঙ্কফুর্টে স্লোভাকিয়া-রোমানিয়া ম্যাচটা শেষ হয়েছে ১-১ সমতায়।
‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকা
৩ ম্যাচ মিলিয়ে সবচেয়ে বেশি গোল করায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রোমানিয়া। দলটি ২০০০ সালের পর প্রথমবার ইউরোর নকআউট পর্বে উঠেছে। এই গ্রুপ থেকে বেলজিয়াম দ্বিতীয় আর স্লোভাকিয়া তৃতীয় হয়ে রোমানিয়ার সঙ্গী হয়েছে।
বেলজিয়ামকে অবশ্য শেষ ষোলোতেই কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে। আগামী ১ জুলাই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ডি ব্রুইনার দলের প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
ডি ব্রুইনা–জেরেমি ডোকুরা আজ যে ধরনের নকশার জার্সি পরেছিলেন, তাতে দূর থেকে দেখে বোঝার উপায় ছিল না তাঁরা জাতীয় দল বেলজিয়াম নাকি ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে নেমেছেন! আকাশি–নীল জার্সিতে ডি ব্রুইনা–ডোকুর কাছ থেকে নিশ্চয় সিটির মতোই পারফরম্যান্স আশা করেছিলেন বেলজিয়ান সমর্থকেরা। তবে সমর্থকদের মন ভরাতে পারেননি তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিস মাস্টার’ তকমা পেয়ে যাওয়া রোমেলু লুকালু আজও একাধিক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন। দারুণ কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন টিমোথি কাস্তানিয়ে, ইয়োহান বাকাইয়োকোরাও।
উল্টো জয়সূচক গোলটা প্রায় পেয়েই গিয়েছিল ইউক্রেন। ম্যাচের শেষ দিকে বেলজিয়ান গোলকিপার কিওন কাস্তয়েলসকে একা পেয়েও তাঁর শরীর বরাবর শট নেন ইউক্রেনের জর্জি সুদাকভ। শেষ পর্যন্ত বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় ইউক্রেনীয়দের। মাঠ ছাড়তে হয় ইউরোর গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার হতাশা নিয়ে।
বিস্ময়কর হলেও সত্যি ইউরোর মূল পর্বে এটিই ইউক্রেনের প্রথম ড্র। এর আগে ১৩ ম্যাচ খেলে ৯টিতে হার ও ৪টিতে জিতেছে তারা।
আজ ইউক্রেনের সমর্থকদের দেহটা স্টুটগার্টের এমএইপি অ্যারেনায় পড়ে থাকলেও মনটা যেন ছিল ফ্রাঙ্কফুর্টের ডয়চে ব্যাংক পার্কে। সেখানে যে মুখোমুখি হয়েছে গ্রুপের অন্য দুই দল রোমানিয়া আর স্লোভাকিয়া। তাই মোবাইলটা হাতে নিয়ে সেই ম্যাচেও চোখ রাখতে হচ্ছিল ইউক্রেন সমর্থকদের।
রোমানিয়া–স্লোভাকিয়ার যে কেউ জিতলেই কপাল খুলে যেত ইউক্রেনের। বেলজিয়ামের সঙ্গে ড্র করেও তৃতীয় হওয়া শীর্ষ ৪ দলের একটি হিসাবে পৌঁছে যেত শেষ ষোলো পর্বে। কিন্তু রোমানিয়া–স্লোভাকিয়া ম্যাচটা ১–১ গোলে ড্র হওয়ায় ইউক্রেনীয়দের আশা পূরণ হয়নি।
ম্যাচে দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ২৪ মিনিটে স্লোভাকিয়াকে এগিয়ে দেন ওনদ্রেই দুদা। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন রোমানিয়ার রাজভান মারিন।