এবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে কোন দল, জানাল সুপারকম্পিউটার
ইউরোপীয় ক্লাব ফুটবলে পাগলাটে এক সপ্তাহ কাটল। রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ থেকে জুভেন্টাস, লিভারপুল থেকে আর্সেনাল—হোঁচট খেয়েছে সবাই। তবে সবচেয়ে বাজে অবস্থা ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।
সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচের ১০টিতেই জয়হীন সিটি। পরশু প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পর দুই গোল খেয়ে হেরেছে। এই হারের পর লিগে পেপ গার্দিওলার দল নেমে গেছে পয়েন্ট তালিকার পাঁচে। ১৬ ম্যাচ খেলে সিটির পয়েন্ট ২৭। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৬।
ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে লিগ শিরোপা জেতার নজির আছে সিটির। ২০২২–২৩ মৌসুমেই আর্সেনালের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গার্দিওলার দল। তবে এবার হলান্ড–ডি ব্রুইনা–ওয়াকারদের পক্ষে তা পুনরাবৃত্তি ‘প্রায় অসম্ভব’! সিটির জন্য এমন দুঃসংবাদ নিয়ে এসেছে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’।
অপ্টার সুপারকম্পিউটার বলছে, ২০২৪–২৫ মৌসুমে এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি। বিশেষ এই কম্পিউটার প্রতিটি রাউন্ড (ম্যাচ ডে) শেষে ইংল্যান্ডের শীর্ষ লিগ জয়ের সম্ভাবনার তথ্য হালনাগাদ করে থাকে।
সর্বশেষ গতকাল মঙ্গলবার সুপারকম্পিউটার জানিয়েছে, লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৮২.২০%। এই ভবিষ্যদ্বাণী ঠিক হলে আর্নে স্লট অলরেডদের কোচ হিসেবে প্রথম মৌসুমেই লিগ শিরোপা জিতবেন।
ক্লাবগুলোর ম্যাচ খেলা ও বাকি থাকার সংখ্যা, পয়েন্ট তালিকায় বর্তমান অবস্থান, শক্তিমত্তা বিশ্লেষণের পর ভবিষ্যদ্বাণী করে থাকে অপ্টার সুপারকম্পিউটার। চোটের কারণে সিটির ব্যালন ডি’অরজয়ী তারকা রদ্রির এ মৌসুমে আর মাঠে নামতে পারবেন না। চোটে পড়া দুই ডিফেন্ডার মানুয়েল আকানজি ও নাথান আকেও এ বছর খেলতে পারবেন বলে মনে হয় না।
একাদশের নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিই সিটির ছন্নছাড়া পারফরম্যান্সের বড় কারণ বলে মনে করা হচ্ছে। সুপারকম্পিউটারও এই মৌসুমে দলটির ঘুরে দাঁড়ানোর খুব একটা সম্ভাবনা দেখছে না। বর্তমান চ্যাম্পিয়ন সিটির শিরোপা ধরে রাখার সম্ভাবনা মাত্র ১.৫০%।
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, গত দুই মৌসুমের মতো এবারও প্রিমিয়ার লিগে রানার্সআপ হবে আর্সেনাল। লন্ডনের ক্লাবটি এ মুহূর্তে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থাকলেও মৌসুম শেষে দুইয়ে থাকবে বলে জানিয়েছে অপ্টার সেই কম্পিউটার। তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখানো হচ্ছে ১০.৪০%।
লন্ডনেরই আরেক ক্লাব চেলসি তিনে থেকে লিগ শেষ করবে বলে ধারণা সুপারকম্পিউটারের। যদিও এই ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ব্লুজরা। এনজো মারসেকার দল দারুণ ছন্দেও আছে। সর্বশেষ সাত ম্যাচে তারা হারেনি।
লিগের বাকি দল মিলে শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ০.১০%। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, মৌসুম শেষে অবনমিত হবে সাউদাম্পটন, উলভারহ্যাম্পটন ও ইপ্সউইচ টাউন।